- মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ৬, ২০২৪
কোপায় ইতিহাস কানাডার, সেমিফাইনালে এবার সামনে আর্জেন্টিনার

কোপা আমেরিকায় প্রথম বার অংশ নিয়েই বাজিমাত কানাডার। টাইব্রেকারে ভেনেজুয়েলাকে ৪–৩ ব্যবধানে হারিয়ে কোপার সেমিফাইনালে ২০২৬ ফুটবল বিশ্বকাপের সহ–আয়োজক। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১–১। টাইব্রেকারে জিতে সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি কানাডা। আগের দিন প্রথম কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন লিওনেল মেসিরা।
শুরু থেকেই আক্রমণ ও প্রতিআক্রমণে ম্যাচ জমে ওঠে। তবে তুলনামূলকভাবে কানাডার আক্রমণ বেশি ছিল। ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যায় কানাডা। ডান প্রান্ত দিয়ে ভেনেজুয়েলার বক্সে ঢুকে একক প্রয়াসে গোল করেন তিনি। পিছিয়ে পড়ে সমতা ফেরানোর জন্য আরও মরিয়া হয়ে ওঠে ভেনেজুয়েলা। মিনিট দশেকের মধ্যে বেশ কয়েকটা সুযোগও তৈরি করে। কিন্তু সমতা ফেরাতে পারেনি। কানাডার সামনেও ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল। তারাও কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধে খেলার ফল থাকে ১–০।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য আরও চাপ বাড়ায় ভেনেজুয়েলা। সুফলও পায় ৬৪ মিনিটে। কানাডার কর্নার থেকে বল বিপদমুক্ত করেন জন আর্মবুরু। সেই বল পেয়ে দ্রুত প্রতিআক্রমণে উঠে আসেন রনডন। কানাডার গোলকিপার ম্যাক্সিমে ক্রেপিয়াউকে এগিয়ে থেকতে দেখে ৩৫ গজ দুর থেকে তাঁর মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন। বাকি সময় কোনও দলই গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে বাজিমাত কানাডার। ১০ জুলাই সেমিফাইনালে তারা আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে। প্রথম বার কোপায় খেলতে নেমেই ইতিহাস কানাডার।
❤ Support Us