- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১৫, ২০২৪
কোপা আমেরিকা: জোড়া গোল মেসির, কোপার প্রস্তুতি গুয়েতামালাকে ৪ গোল আর্জেন্টিনার
এবারের কোপা আমেরিকায় তিনি যে বিপক্ষ রক্ষণের ঘুম কেড়ে নেওয়ার জন্য তৈরি, প্রস্তুতি ম্যাচেই প্রমাণ দিয়ে গেলেন লিওনেল মেসি। গুয়াতেমালার বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচো জোড়া গোল আর্জেন্টিনা তারকার। দুটি গোল করলেন লাওতারো মার্তিনেজও। এই দুই ফুটবলারের জোড়া গোলের সুবাদে গুয়াতেমালাকে ৪–১ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।
আগের প্রস্তুতি ম্যাচে লিওনেল মেসিকে প্রথম একাদশে রাখেননি কোচ লিওনেল স্ক্যালোনি। গুয়াতেমালার বিরুদ্ধে প্রথম একাদশ ঝালিয়ে নেওয়ার জন্য তিনি মেসিকে শুরু থেকেই মাঠে নামান। যদিও ৪ মিনিটে লিসান্দ্রো মার্টি নেজের আত্মঘাতী গোলে এগিয়ে যায় গুয়াতেমালা। পিছিয়ে পড়ে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ম্যাচে নিরঙ্কুশ প্রাধান্য রাখলেও তিন কাঠি ভেদ করতে পারছিল না।
অবশেষে ম্যাচের ১২ মিনিটে সমতা ফেরায় আর্জেন্টিনা। গুয়াতেমালার গোলকিপারের ভুলে বক্সের মধ্যে বল পেয়ে যান মেসি। গোল করতে ভুল করেননি আর্জেন্টিনা অধিনায়ক। ৩৯ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। বক্সের মধ্যে ভ্যালেন্টিন কার্বোনিকে ফাউল করেন গুয়াতেমালার এক ডিফেন্ডার। পেনাল্টি মারার জন্য লাওতারো মার্টিনেজকে এগিয়ে দেন মেসি। পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন মার্টিনেজ।
দ্বিতীয়ার্ধে আরও দাপটের সঙ্গে শুরু করে আর্জেন্টিনা। একের পর এক আক্রমম তুলে নিয়ে আসছিল। অবশেষে ম্যাচের ৬৮ মিনিটে মেসির পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন মার্টিনেজ। ৭৭ মিনিটে আবার মেসির ঝলক। ডি মারিয়ার কাছ থেকে বল পেয়ে উঁচু শটে বল জালে জড়ান। ৪–১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। কোপা আমেরিকায় ২১ জুন কানাডার বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
❤ Support Us