Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ২৮, ২০২৩

বঞ্চিত ছাত্র–ছাত্রীদের জন্য ‘‌বই বাড়ি’‌ এবং ই-শিক্ষা চালু করল বিধাননগর সিটি পুলিশ

আরম্ভ ওয়েব ডেস্ক
বঞ্চিত ছাত্র–ছাত্রীদের জন্য ‘‌বই বাড়ি’‌ এবং ই-শিক্ষা চালু করল বিধাননগর সিটি পুলিশ

শিশুদের মধ্যে পড়ার আগ্রহ বাড়ানো এবং পড়াশোনার বিভিন্ন সুযোগ–সুবিধা থেকে বঞ্চিতদের কম্পিউটার শিক্ষা দেওয়ার জন্য বেশ কয়েকটি থানায় ‘‌বই বাড়ি’‌ এবং ই-শিক্ষা চালু করেছে বিধাননগর সিটি পুলিশ। বিধাননগর সিটি পুলিশের উদ্যোগে প্রজাতন্ত্র দিবসে শিশুদের মধ্যে পাঠ্য উপকরণ ও স্কুল ব্যাগ বিতরণও করা হয়।
ই-শিক্ষা প্রকল্পের অধীনে, অভাবী শিক্ষার্থীরা বিনামূল্যে কম্পিউটার শিক্ষা পাবে। অন্যদিকে ‘‌বই বাড়ি’‌ প্রকল্প বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের লাইব্রেরির সুবিধা প্রদান করবে। বিধাননগর উত্তর থানার কেন্দ্রটি অ্যাপটেক কম্পিউটারের অনুষদের সহায়তায় পরিচালিত হবে, অন্যদিকে রাজারহাট থানার কেন্দ্রটি ব্রেনওয়েভ সলিউশনের দ্বারা পরিচালিত হবে। বিধাননগর পুলিশ কমিশনার গৌরব শর্মা, কমিশনারেটের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকদের সাথে, বিধাননগর উত্তর, রাজারহাট এবং ইলেকট্রনিক কমপ্লেক্স সহ বিভিন্ন থানায় প্রকল্পগুলি চালু করেছেন।
বিধাননগর সিটি পুলিশের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা। তাঁরা মনে করছেন, এই প্রকল্পে পিছিয়ে পড়া ছাত্র–ছাত্রীরা অনেক উপকৃত হবে। বিধাননগরের এক বাসিন্দা বলেন, ‘‌এগুলি খুবি ভাল প্রকল্প। যা ছাত্র–ছাত্রীদের জন্য সহায়ক হবে, বিশেষ করে যারা সঠিক সংস্থান করতে পারে না।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!