Advertisement
  • এই মুহূর্তে
  • জানুয়ারি ১৩, ২০২২

দেশে একদিনে আক্রান্ত ২ লক্ষ ৪৭ হাজার । আজ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন ।

উদ্বেগজনক পরিস্থিতি কাটাতে পিএম এবং সিএমদের আলোচনায় নতুন কি কি বিধিনিষেধ উঠে আসবে সেদিকেই তাকিয়ে আছে সবাই ।

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশে একদিনে আক্রান্ত ২ লক্ষ ৪৭ হাজার । আজ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন ।

 

কোভিড গ্রাফ উর্দ্ধমুখী । আক্রান্তের সংখ্যা, অ্যাকটিভ কেস এবং পজিটিভিটির রেট বেড়েই চলেছে । সংক্রমণের গতি নিয়ন্ত্রণ করা না গেলে করোনার দ্বিতীয় ঢেউয়ের মতো এবারেও ভেঙে পড়তে পারে দেশের স্বাস্থ্য ব্যবস্থা।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭ জন। যা আগের দিনের থেকে প্রায় ২৭ শতাংশ বেশি। পটিজিভিটি রেট রাতারাতি বেড়ে ১৩.১১ শতাংশ । এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত ৫ হাজার ৪৮৮ জন । এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ১৬২ জন।
এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগের কারণ অ্যাকটিভ কেস । স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১১ লক্ষ ১৭ হাজার ৫৩১ জন। যা আগের দিনের থেকে প্রায় ১ লক্ষ ৬২ হাজার বেশি। এই সংখ্যাটাই বিশেষজ্ঞদের উদ্বেগের কারণ । এ পর্যন্ত দেশে ৩ কোটি ৪৭ লক্ষ ১৫ হাজার ৩৬২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮৪ হাজার ৮২৫ জন । দ্রুত গতিতে চলছে টিকাকরণের পাশাপাশি টেস্টিংও। এখনও পর্যন্ত দেশে ৬৯ কোটি ৭৩ লক্ষ মানুষ করোনার টিকা পেয়েছেন ।
এদিকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মাঝেই আজ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকদের নিয়ে আলোচনা সেরেছেন তিনি। আজ মুখ্যমন্ত্রীদের কোভিড রুখতে প্রয়োজনীয় নির্দেশিকা দিতে পারেন মোদি। এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!