Advertisement
  • দে । শ
  • মে ১, ২০২৪

সন্ত্রাসবাদে অর্থ জোগানের অভিযোগ দিল্লি পুলিশের, আদালতে নিউজক্লিকের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ৮ হাজার পাতার চার্জশিট দাখিল। সুপ্রিম প্রশ্ন, গ্রেফতারিতে হুড়োহুড়ি কেন

আরম্ভ ওয়েব ডেস্ক
সন্ত্রাসবাদে অর্থ জোগানের অভিযোগ দিল্লি পুলিশের, আদালতে নিউজক্লিকের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ৮ হাজার পাতার চার্জশিট দাখিল। সুপ্রিম প্রশ্ন, গ্রেফতারিতে হুড়োহুড়ি কেন

নিউজ পোর্টাল নিউজক্লিক ও তার প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, বেআইনি কার্যকলাপ, সন্ত্রাসী কার্যকলাপের জন্য তহবিল সংগ্রহ, চিনের হয়ে প্রচার ও ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ নিয়ে এসেছে দিল্লি পুলিশ। এমনকি ২০২০ সালে দিল্লি দাঙ্গার সঙ্গে যুক্ত থাকার অভিযোগও তুলেছে। নিউজক্লিক মামলায় দিল্লি পুলিশের বিশেষ শাখা প্রবীর পুরকায়স্থ ও নিউজক্লিকের বিরুদ্ধে ৮ হাজার পাতার চার্জশিট জমা দিয়েছে। সেই চার্জশিটে অভিযোগগুলি তোলা হয়েছে।

ভারতে চিনের হয়ে প্রচার করার জন্য অর্থ পাওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইন ইউএপিএ– আইনে প্রবীর পুরকায়স্থর বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। নিউজক্লিকের প্রতিষ্ঠাতা এবং এইচআর–এর প্রধান অমিত চক্রবর্তীকে গত বছরের ৩ অক্টোবর দিল্লি পুলিশের বিশেষ শাখা গ্রেপ্তার করেছিল। শহর জুড়ে পুলিশ অভিযানের পরে তাঁদের হেফাজতে নেওয়া হয়েছিল এবং ইউএপিও–এর অধীনে অভিযোগ আনা হয়েছিল। তারপর থেকে দুজনকেই দিল্লির তিহার জেলে রাখা হয়েছে।

চার্জশিটে দিল্লি পুলিশ অভিযোগ করেছে যে প্রবীর পুরকায়স্থ সন্ত্রাসী কার্যকলাপের জন্য তহবিল সংগ্রহে জড়িত ছিলেন। নিষিদ্ধ লস্কর–ই–তৈবাসহ সন্ত্রাসী সংগঠনগুলিকে অর্থায়ন ও সমর্থন করার লক্ষ্যে ষড়যন্ত্রের সাথে তাঁর যুক্ত থাকার প্রমাণ রয়েছে। চার্জশিটে দাবি করা হয়েছে যে, এই ধরনের ক্রিয়াকলাপের জন্য নিউজক্লিকের মাধ্যমে ৯১ কোটি টাকার তহবিল পাঠানো হয়েছিল।

এছাড়া প্রবীর পুরকায়স্থের বিরুদ্ধে কাশ্মীর এবং আকসাই চিন ছাড়া ভারতকে চিত্রিত করার জন্য মানচিত্র পরিবর্তন করার অভিযোগ নিয়ে এসেছে দিল্লি পুলিশ। যা কার্যকরভাবে চিনা আঞ্চলিক দাবিকে সমর্থন করে। নাগরিকত্ব (সংশোধনী) আইন (সিএএ) এবং ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনসের (এনআরসি) বিরুদ্ধে প্রতিবাদ সংক্রান্ত বিভ্রান্তিমূলক প্রচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ নিয়ে আসা হয়েছে নিউজক্লিকের বিরুদ্ধে। জনসাধারণকে একত্রিত করার, ভুল তথ্য ছড়ানো এবং এর বিষয়বস্তুর মাধ্যমে ঘৃণা উস্কে দেওয়ার অভিযোগ করেছে।

দিল্লি পুলিশ ৮ হাজার পাতার চার্জশিটে অভিযোগ করেছে, প্রবীর পুরকায়স্থ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকে অর্থায়ন করার পাশাপাশি কৃষকদের বিক্ষোভ ও দিল্লি দাঙ্গার ষড়যন্ত্র করেছিলেন। এছাড়া, ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলির তৈরি ভ্যাকসিনের বিরুদ্ধে নিবন্ধ প্রকাশের জন্য আমেরিকান কোটিপতি নেভিল রায় সিংহাম ও অন্যদের সাথে ষড়যন্ত্র করার অভিযোগ নিসে আসা হয়েছে প্রবীর পুরকায়স্থের বিরুদ্ধে। দিল্লি পুলিশ আরও দাবি করেছে, প্রবীর পুরকায়স্থ মাওবাদীদের সাথে সক্রিয় যোগসূত্র রেখেছিলেন এবং তাদের কার্যকলাপে অর্থ যোগান দিয়েছিলেন।

অন্যদিকে শীর্ষ আদালতে প্রবীর পুরকায়স্থর গ্রেফতারির বিরোধিতা করে একটি মামলা করা হয় । বিচারপতি বি আর গাভাই এবং সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়।দিল্লি পুলিশের কাছে নিউজক্লিকের প্রতিষ্ঠাতার গ্রেফতারিতে তাড়াহুড়োর কারণ নিয়ে প্ৰশ্ন তোলা হয়। সম্পাদক প্রবীর পুরকায়স্থর আইনজীবী কপিল সিব্বাল আদালতে বলেন, তাঁর মক্কেলের গ্রেফতারি আইন বিরুদ্ধ। কোনো কারণ না দর্শিয়েই তাঁকে পুলিশি হেভাজতে নেওয়া হয়েছে । এপ্রসঙ্গে আদালত দিল্লি পুলিশের বিশেষ তদন্তকারী শাখা রা কাছে জানতে চায়, কেন নিউজক্লিকের প্রতিষ্ঠাতার আইনজীবীকে আগাম বার্তা না দিয়েই তাঁকে আদালতে পেশ করা হয় ? এর উত্তরে দিল্লি পুলিশের পক্ষে বলা হয় প্রবীর পুরকায়স্থর গ্রেফতারি পরোয়ানাতেই গ্রেফতারের কারণ উল্লেখ ছিল, পাশাপাশি তারা জানায় ২৪ ঘন্টার মধ্যে আদালতে পেশ করার নিয়ম সম্পর্কে অভিযুক্ত প্রবীর পুরকায়স্থর আইনজীবীরা ওয়াকিবহাল ছিলেন। এরপরই শীর্ষ আদালতের বিচারপতিরা দিল্লি পুলিসের চার্জসিট পেশে গরিমসি নিয়েও প্ৰশ্ন তোলেন । এরপরই তাঁর গ্রেফতারির ১৮০ দিল পরে দি্ল্লি হাই কোর্টে চার্জসিট পেশ করে দিল্লি পুলিশ ।

এদিন শুনানির পর, প্রবীর পুরকায়স্থর গ্রেফতারির বিরোধিতা করা মামলায় কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!