- এই মুহূর্তে
- ফেব্রুয়ারি ১৬, ২০২২
সবার জন্য খুলে যাচ্ছে পুরির মন্দিরের দরজা ।

পুণ্যার্থীদের জন্য খুশির খবর । পুরুর মন্দিরে প্রবেশে বাধ্যতামূলক ছিল করোনার নেগেটিভ আরটি পিসিআর রিপোর্ট অথবা সম্পূর্ণ টিকাকরণের শংসাপত্র । এবার এই বিধিও শিথিল করল মন্দির কর্তৃপক্ষ। প্রায় দু’বছর পর আগামী ২১ ফেব্রুয়ারি থেকে পুণ্যার্থীদের জন্য কার্যত অবাধ হচ্ছে মন্দিরে প্রবেশ।
আগামী ১৯ ফেব্রুয়ারি জগন্নাথ মন্দির দর্শনে পুরীতে আসছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । তার আগে বৈঠকে বসেন পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। সেখানেই সিদ্ধান্ত হয়, এবার থেকে পুণ্যার্থীদের মন্দিরে প্রবেশে সম্পূর্ণ টিকাকরণের শংসাপত্র বা নেগেটিভ আরটি পিসিআর রিপোর্ট, কোনও কিছুই লাগবে না। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে এই নিয়ম। মন্দির কর্তৃপক্ষের বক্তব্য, গোটা দেশে করোনা সংক্রমণ কমেছে বলেই বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মাস্ক পরা ও স্যানিটাইজারের ব্যবহার আগের মতোই বাধ্যতামূলক থাকছে মন্দির চত্বরে।
❤ Support Us