Advertisement
  • এই মুহূর্তে
  • ফেব্রুয়ারি ১৫, ২০২২

স্বস্তি । দেশের কোভিড সংক্রমণ ৩০ হাজারেরও নীচে

আরম্ভ ওয়েব ডেস্ক
স্বস্তি । দেশের কোভিড সংক্রমণ ৩০ হাজারেরও নীচে

সংক্রমণ কমছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৪০৯ জন। এই সময়ে করোনামুক্ত হয়েছেন ৮২ হাজার ৮১৭ জন। বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ২৩ হাজার ১২৭ জন। বর্তমানে দেশে কোভিড পজিটিভিটির হার ২.২৩ শতাংশ। করোনা মহামারী শুরুর দিন থেকে এখনও পর্যন্ত দেশে সুস্থ হয়ে উঠেছে ৪ কোটি ১৭ লাখ ৬০ হাজার ৪৫৮ জন। দেশে এখনও পর্যন্ত ১৭৩ কোটি ৪১ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ওমিক্রন ভ্যারিয়্যান্টের জেরে দেশে আছড়ে পড়েছিল করোনার তৃতীয় ঢেউ। বেড়েছিল দৈনিক সংক্রমণ। দেশের কোভিড গ্রাফ ২ লাখের উপরে ওঠায় উদ্বেগ আরও বাড়ে। কিন্তু, বর্তমানে তৃতীয় ঢেউয়ের প্রকোপ অনেকটাই স্তিমিত। দেশের পাশাপাশি রাজ্যেও কমেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে কোভিডে সংক্রামিত হয়েছেন ৩২০ জন এবং কোভিডে মৃত্যু হয়েছে ২৩ জনের। রাজ্যের অন্যান্য জেলাগুলির মধ্যে করোনা সংক্রমণের দিকে থেকে প্রথমে রয়েছে উত্তর ২৪ পরগনা। সংশ্লিষ্ট জেলায় গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৪৯ জন, মৃত্যু হয়েছে নয় জনের।

রাজ্যের অন্যান্য জেলাগুলিতে কোভিড আক্রান্তের সংখ্যা যথাক্রমে পূর্ব বর্ধমানে ৪, পূর্ব মেদিনীপুরে ৪, পশ্চিম মেদিনীপুরে ৫, ঝাড়গ্রামে ৬,হুগলিতে ১৩, হাওড়ায় ১০, পশ্চিম বর্ধমানে ৫, দিনাজপুর ৩, কোচবিহার ১২,উত্তর দিনাজপুর ২১, জলপাইগুড়ি ২৫, কালিম্পং ৫, দার্জিলিং ১২ এবং আলিপুরদুয়ার ১৩।
ওমিক্রন শেষ নয়, আরও কোভিড ভ্যারিয়্যান্ট আসতে পারে, জানাচ্ছে বিশেষজ্ঞ মহলের একাংশ। যদিও সেই ভ্যারিয়্যান্ট কতটা শক্তিশালী হবে, সেই বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাইছেন না তাঁরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন দিন কয়েক আগে বিশ্ববাসীকে সাবধান করে দিয়ে বলেছেন, করোনাঅতিমারী চলে গেছে এমন ভাবলে চলবে না, সতর্কতা অবলম্বন করতে হবে, তা না হলে বিপদ বাড়বে। নতুন ভ্যারিয়েন্ট আসবে। তা আগের তুলনায় আরও ভয়হ্কর চেহারা নিতে পারে। কোভিড টিকা অনেকাংশে সাধারণ মানুষকে সুরক্ষিত করছে। পরবর্তী ভ্যারিয়্যান্টগুলির হাত থেকেও কোভিড টিকা সুরক্ষা দেবে আশাবাদী স্বাস্থ্যবিজ্ঞানীরা ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!