- দে । শ
- মে ৩১, ২০২৪
যাদবপুরের গাঙ্গুলি বাগানে আক্রান্ত বাম সমর্থকরা, উঠছে পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ

লোকসভা নির্বাচনের আর মাত্র একটি দফা। তারপর অপেক্ষা ৪ জুনের। শেষ দফা ভোটের ২৪ ঘণ্টা আগে উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত গাঙ্গুলিবাগান এলাকা।
অভিযোগ বাম প্রার্থীদের মারধোর করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এলাকায় পুলিশ এলেও বাম প্রার্থী তাদের বিরুদ্ধে শাসক দলের দুষ্কৃতিদের মদত জোগানোর অভিযোগ এনেছেন।তাদের উদ্দেশ্যে বিক্ষোভ প্রদর্শন করেছে বাম প্রার্থীরা । এই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল তৃণমূল।
সিপিএমের অভিযোগ তিন বাম কর্মী অজিত সেন, শক্তি সাহা, প্রণব সাহাকে মারধোর করেছে তৃণমূল। এদের মধ্যে বাজার করে ফেরার পথে আক্রান্ত হন শক্তি সেন। এলাকার বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের দাবি, হার নিশ্চিত বুঝে এই হামলা করেছে তৃণমূল। এবারে যাদবপুরে লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়ছেন সায়নী ঘোষ, বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য এবং পদ্ম শিবিরের প্রার্থী ডঃ অনির্বাণ গাঙ্গুলি।
সৃজনের অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের বক্তব্য, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে গণ্ডগোল পাকাচ্ছে বামেরা। সিপিএমের অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ।
❤ Support Us