- এই মুহূর্তে দে । শ
- জুন ১৫, ২০২৪
উপনির্বাচনে তিন আসনে প্রার্থী দিল বামফ্রন্ট।রায়গঞ্জ থেকে লড়বে কংগ্রেস
লোকসভা নির্বাচনে রাজ্যে ৪২ আসনের মধ্যে একটি আসনও পায়নি বামেরা, জোটসঙ্গী হাত শিবির জিতেছে একটি । মালদা দক্ষিণ থেকে নির্বাচনে জেতেন কংগ্রেসের ইশা খান চৌধুরী । তিনমাস ব্যাপী, দেশ জোড়া লোকসভা নির্বাচন মিটতেই রাজ্যে আবারও শুরু হয়ে গেছে নতুন ভোটের প্রস্তুতি । আগামী ১০ জুলাই রাজ্যে চারটি বিধানসভায় হবে উপনির্বাচন, ফল ঘোষণা ১৩ জুলাই । চার কেন্দ্রে শুক্রবার সকালেই নিজেদের প্রার্থী ঘোষণা করেছে রাজ্যের শাসক দল। অন্যদিকে উপনির্বাচনেও অটুট থাকছে বাম-কংগ্রেস আসন সমঝোতার অঙ্ক। শুক্রবার বিকেলে রাজ্য বামফ্রন্ট সামনে আনল নিজেদের প্রার্থীদের নাম।
মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা, রায়গরায়গঞ্জ এই চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে, দুটি আসনে প্রার্থী দিচ্ছে সিপিএম । একটি আসনে প্রার্থী দেবে বাম শরিক ফরওয়ার্ড ব্লক এবং কংগ্রেস । শুক্রবার বামফ্রন্টের বৈঠকের পর ঠিক হয়েছে, মানিকতলা থেকে লড়বেন সিপিএমের রাজীব মজুমদার, রানাঘাট দক্ষিণ থেকে লড়বেন সিপিএম প্রার্থী অরিন্দম বিশ্বাস । বাগদায় লড়বেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী গৌরদীপ্ত বিশ্বাস । রায়গঞ্জ আসন থেকে প্রার্থী দেবে কংগ্রেস, এই আসনে বরাবরই শক্তিশালী তারা । যদিও ২০২১ সালের বিধানসভা ভোটে রায়গঞ্জ আসনটি তাদের হাতছাড়া হয় । তা দখল করে পদ্ম শিবির । ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে শিবির বদলে তৃণমূলে যোগদেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী । লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে পরাস্থও হন । তার আগেই অবশ্য বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন তিনি । সেখানেই হবে এবার উপনির্বাচন । সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম শুক্রবার জানিয়েছেন, কংগ্রেসের সঙ্গে কথা বলেই রায়গঞ্জ ছেড়ে রেখে তিন কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী ঠিক করা হয়েছে । হাত শিবির তাদের প্রার্থীর নাম ঘোষণা করবে ২১ জুন ।
❤ Support Us