Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১৫, ২০২৪

উপনির্বাচনে তিন আসনে প্রার্থী দিল বামফ্রন্ট।রায়গঞ্জ থেকে লড়বে কংগ্রেস

আরম্ভ ওয়েব ডেস্ক
উপনির্বাচনে তিন আসনে প্রার্থী দিল বামফ্রন্ট।রায়গঞ্জ থেকে লড়বে কংগ্রেস

লোকসভা নির্বাচনে রাজ্যে ৪২ আসনের মধ্যে একটি আসনও পায়নি বামেরা, জোটসঙ্গী হাত শিবির জিতেছে একটি । মালদা দক্ষিণ থেকে নির্বাচনে জেতেন কংগ্রেসের ইশা খান চৌধুরী । তিনমাস ব্যাপী, দেশ জোড়া লোকসভা নির্বাচন মিটতেই রাজ্যে আবারও শুরু হয়ে গেছে নতুন ভোটের প্রস্তুতি । আগামী ১০ জুলাই রাজ্যে চারটি বিধানসভায় হবে উপনির্বাচন, ফল ঘোষণা ১৩ জুলাই । চার কেন্দ্রে শুক্রবার সকালেই নিজেদের প্রার্থী ঘোষণা করেছে রাজ্যের শাসক দল। অন্যদিকে উপনির্বাচনেও অটুট থাকছে বাম-কংগ্রেস আসন সমঝোতার অঙ্ক। শুক্রবার বিকেলে রাজ্য বামফ্রন্ট সামনে আনল নিজেদের প্রার্থীদের নাম।

মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা, রায়গরায়গঞ্জ এই চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে, দুটি আসনে প্রার্থী দিচ্ছে সিপিএম । একটি আসনে প্রার্থী দেবে বাম শরিক ফরওয়ার্ড ব্লক এবং কংগ্রেস । শুক্রবার বামফ্রন্টের বৈঠকের পর ঠিক হয়েছে, মানিকতলা থেকে লড়বেন সিপিএমের রাজীব মজুমদার, রানাঘাট দক্ষিণ থেকে লড়বেন সিপিএম প্রার্থী অরিন্দম বিশ্বাস । বাগদায় লড়বেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী গৌরদীপ্ত বিশ্বাস । রায়গঞ্জ আসন থেকে প্রার্থী দেবে কংগ্রেস, এই আসনে বরাবরই শক্তিশালী তারা । যদিও ২০২১ সালের বিধানসভা ভোটে রায়গঞ্জ আসনটি তাদের হাতছাড়া হয় । তা দখল করে পদ্ম শিবির । ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে শিবির বদলে তৃণমূলে যোগদেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী । লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে পরাস্থও হন । তার আগেই অবশ্য বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন তিনি । সেখানেই হবে এবার উপনির্বাচন । সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম শুক্রবার জানিয়েছেন, কংগ্রেসের সঙ্গে কথা বলেই রায়গঞ্জ ছেড়ে রেখে তিন কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী ঠিক করা হয়েছে । হাত শিবির তাদের প্রার্থীর নাম ঘোষণা করবে ২১ জুন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!