Advertisement
  • দে । শ
  • নভেম্বর ৪, ২০২৩

গণশক্তির সম্পাদক বদল । সিপিএমের রাজ্য কমিটিতে নতুন তিন মুখ

আরম্ভ ওয়েব ডেস্ক
গণশক্তির সম্পাদক বদল । সিপিএমের রাজ্য কমিটিতে নতুন তিন মুখ

সিপিএম রাজ্য কমিটির তিনদিনের বর্ধিত অধিবেশনে নজিরবিহীন ঘটনা ঘটছে। নিয়ম হচ্ছে দলীয় সম্মেলনেই দলের মুখপত্রের সম্পাদক বদল করার। সম্মেলন ছাড়া এবার নজিরবিহীন ভাবে গণশক্তির সম্পাদক বদল হতে চলেছে। বর্তমানে গণশক্তির সম্পাদক দেবাশিস চক্রবর্তী,  তাঁকে সরিয়ে গণশক্তির সম্পাদকের দায়িত্বে আনা হচ্ছে শমীক লাহিড়ীকে। সম্মেলন না করে গণশক্তির সম্পাদক বদলের ঘটনা সিপিএম দলের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছে।

এছাড়াও দলের রাজ্য কমিটিতে তিন নতুন মুখ আনা হচ্ছে বলেও জানা যাচ্ছে। এরা হলেন, কলকাতা পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ ফৈয়াজ আহমেদ খান, যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমঘ্নরাজ ভট্টাচার্যকে সিপিএম রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য করা হতে পারে। আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যকে স্থায়ী আমন্ত্রিত হিসেবে রাজ্য কমিটিতে আনতে চলেছে সিপিএম।

গণশক্তির সম্পাদক পরিবর্তনের কারণটি যথেষ্ট গুরুতর। সিপিএম সূত্রে খবর, সিপিএমের দলীয় দৈনিক মুখপত্র যে ভাবে পরিচালিত হচ্ছিল, তা নিয়ে দলের মধ্যে অনেক অভিযোগ রয়েছে। ‘পার্টি লাইন’ অনুযায়ী খবর পরিবেশনের ক্ষেত্রেও ত্রুটি হচ্ছে, পার্টিট সর্বক্ষণের কর্মীদের সবাইকে যে ভাবে দেখা উচিত, সেটা হচ্ছে না বলে অভিযোগে দলের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে । এর ফলে সর্বক্ষণের অনেক কর্মী পার্টির পত্রিকা ফ্রন্ট ছেড়ে পৃথক ফ্রন্টে চলে গিয়েছেন। সার্বিক ভাবে এজেসি বোস রোডের গণশক্তির অফিসে ক্ষোভ ক্রমেই বাড়ছিল বলেই সিপিএম সূত্রের একাংশের দাবি। এই ক্ষোভ যাতে আরও না বাড়তে পারে, তাই গণশক্তির সম্পাদক পরিবর্তনের এই পদক্ষেপ নিচ্ছে ৩১ নম্বর আলিমুদ্দিন স্ট্রিট, অর্থাৎ সিপিএম রাজ্য দফতর। একটা সময়ে ৩১ নম্বর আলিমুদ্দিন স্ট্রিটের মুজফ্ফর আহমেদ ভবনের এই বাঐি, যা সিপিএম রাজ্য দফতর, সেটাই  দলের দৈনিক প্রভাতী মুখপত্র গণশক্তির দফতর ছিল। সান্ধ্য মুখপত্র থেকে অনিল বিশ্বাসের হাত ধরেই গণশক্তি প্রভাতী ও জনপ্রিয় সংবাদ পত্রে পরিণত হয়। অনিল বিশ্বাস সান্ধ্য দৈনিক থেকে প্রভাতী গণশক্তির সম্পাদকের দায়িত্ব নেন। অনিল বিশ্বাস সিপিএম রাজ্য সম্পাদক হওয়ার পর গণশক্তির সম্পাদক হন দীপেন ঘোষ। দীপেন ঘোষের পর নারায়ণ দত্ত এবং তার পরে গণশক্তির সম্পাদক হন অভীক দত্ত। অনিল বিশ্বাসের পর অভীক দত্ত ছিলেন সেই ব্যক্তি যিনি পার্টি লাইনের মধ্যে থেকেই গণশক্তিকে অন্য পাঁচটা প্রভাতী দৈনিক সংবাদ পত্রের মতো করেই আধুনিক অথচ দলের উপযুক্ত মুখপত্র হিসাবে চালাছিলেন। অভীক দত্তর সময় গণশক্তি অফিস ছিল পার্টির সদস্যদের ভালোলাগার জায়গা। কিন্তু অভীক দত্ত হঠাৎ অসুস্থ হয়ে শেষ পর্যন্ত প্রয়াত হন। জীবনের শেষদিন পর্যন্ত অভীক দত্ত গণশক্তির সম্পাদক ছিলেন। তার পরেই অভীক দত্তর জায়গায় গণশক্তির সম্পাদকের দায়িত্ব নেন দলেরই আর এক সব সময়ের তাত্বিক নেতা দেবাশিস চক্রবর্তী। তবে তাঁর বিরুদ্ধে দলেরই একটা বড় অংশ অনেক আগে থেকেই ক্ষুব্ধ, তাঁর হাতে পড়ে গণশক্তি পার্টি লাইন মেনে চলছে না, তাই এখন এই ক্ষোভ যাতে আরও না বাড়তে পাড়ে তাই পার্টি সম্মেলনের আগেই এক কথায় নিয়মের বাইরে গিয়ে দেবাশিস চক্রবর্তীকে গণশক্তির সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হতে চলেছে, দেবাশিস চক্রবর্তীর জায়গায় গণশক্তির সম্পাদক পদে আনা হচ্ছে শমীক লাহিড়ীকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!