Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২৬, ২০২৪

প্রচারে দুর্নীতি নিয়ে বিজেপিকে ঠেস সিপিএমের

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রচারে দুর্নীতি নিয়ে বিজেপিকে ঠেস সিপিএমের

বর্ধমান পূর্ব লোকসভায় ভোটের প্রচারে নিয়োগ দুর্নীতি নিয়ে বিজেপিকে তোপ সিপিএমের। ‘নিয়োগ দুর্নীতির কথা নিজের মুখে কবুল করেছিলেন কালনার বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। তাহলে তিনি ‘বিজেপি করেন’ বলে পার পেয়ে যাচ্ছেন?’ এমনই প্রশ্ন তুলে সরব বর্ধমান পূর্ব লোকসভার সিপিএম প্রার্থী নীরব খাঁ। নীরবের প্রশ্ন, ‘স্বচ্ছতা, সততা নিয়ে বড়াই করা বিজেপির সাজে না। ওসব থাকলে বিশ্বজিৎবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন?’ নীরবের দাবি, ‘বিশ্বজিৎবাবুতো নিজের মুখে চাকরি দেওয়ার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন। অথচ তিনি বহাল তবিয়তে ঘুরছেন। বিজেপিতে ঢুকেছেন বলে রেহাই পেয়ে গেলেন!’ এই প্রসঙ্গ তুলে নীরবের ভবিষ্যদ্বাণী, ‘মানুষ এসব দেখছে। বিজেপিকে যথাসময়ে যোগ্য জবাব দেবে।’ প্রচারে বেরিয়ে নীরববাবুরা এই ‘চাকরি দুর্নীতি’র প্রসঙ্গ তুলছেন। বিশ্বজিৎবাবু অবশ্য সাফ জানাচ্ছেন, ‘চাকরি দেওয়ার মত ক্ষমতা আমার ছিলই না।’ সেইসঙ্গে সিপিএমকে এক হাত নিয়ে বিশ্বজিৎবাবুর মন্তব্য, ‘কাদের মুখে দুর্নীতির কথা শুনতে হচ্ছে! ৩৪ বছরের শাসনে রাজ্যটাকে শেষ করে দিয়েছে সিপিএম। স্বজনপোষণ ওই দলের ভূষণ ছিল। তাদের মুখে বড় বড় কথা মানায় না।’
তৃণমূল দীর্ঘকাল ধরেই বিজেপির জনবিরোধী নীতির সমালোচনা ও দলটাকে ‘ওয়াশিং মেসিন’ তকমা দিয়েছে। প্রচারে বেরিয়ে ‘ওয়াশিং  মেশিন’ তকমায় সিলমোহর এঁটেছেন বর্ধমান পূর্ব লোকসভার বিজেপি প্রার্থী অসীম সরকার। তিনি বলেছেন, ‘সাধুসঙ্গ লাভ করলে অনেকেই ভালো হয়ে যায়। সাধু মানুষরাতো ওয়াশিং মেশিনই হয়।’ তবে কালনার রাজনৈতিক মহলের একটি অংশের মতে, বিশ্বজিৎবাবুর সঙ্গে যেহেতু চাকরি-দুর্নীতির বিষয়টি জড়িয়ে রয়েছে, তাই বিজেপি প্রচারে দুর্নীতির কথা বললে, ব্যুমেরাং হওয়ার সম্ভাবনাই বেশি। অসীমবাবু অবশ্য বলেন, ‘সিপিএম আর তৃণমূল দুই দলের পাহাড়প্রমাণ দুর্নীতির কথা গোটা বাংলা জানে। তাই বাংলা এবার পদ্মফুলের দিকেই ঝুঁকছে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!