Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ৬, ২০২৪

সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থার অবনতি, ভরতি দিল্লির এইমস্-এ

আরম্ভ ওয়েব ডেস্ক
সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থার অবনতি, ভরতি দিল্লির এইমস্-এ

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থার অবনতি ঘটলে দিল্লি এইমস হাসপাতালের ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়। গত ১৯ শে আগস্ট ফুসফুসে সংক্রমণ নিয়ে দিল্লির অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন-এ ভর্তি হয়েছিলেন বর্তমানে সিপিআইএম কেন্দ্রীয় স্তরের এই সর্বোচ্চ নেতৃত্ব। এইমস্ এর ৭ জন চিকিৎসকের একটি টিম তাঁর চিকিৎসায় নিয়োজিত আছেন। এরই মধ্যে, তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। তাঁর ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ ধরা পড়েছে।

সম্প্রতি তাঁর ছানি অপারেশনও হয়েছিল। সেই কারণে, বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণের পরও ২২ তারিখের কর্মসূচীতে আসার কথা থাকলেও, তিনি কলকাতায় আসতে পারেননি।

সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটি ইয়েচুরির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য বিবৃতি প্রকাশ করেছে । পার্টি আজকের বিবৃতিতেই জানিয়েছে, বর্তমানে তিনি চিকিৎসার মধ্যেই আছেন, বর্তমানে অবস্থা স্থিতিশীল।

সীতারাম ইয়েচুরি ভারতের ছাত্র ফেডারেশনে (এসএফআই) যোগদানের এক বছর পর ১৯৭৫ সালে ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)-র সদস্য হন ।

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্র থাকাকালীন জরুরি অবস্থার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি ১৯৭৭ থেকে ১৯৮৮ সালের মধ্যে তিনবার জেএনইউ ছাত্র সংসদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। সিপিআই-এম নেতা, প্রকাশ কারাতের সহযোগিতায়, জেএনইউতে একটি শক্তিশালী বামপন্থী উপস্থিতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বর্তমান সেক্রেটারি।

৭২ বছর বয়সী এই নেতা প্রাক্তন সাধারণ সম্পাদক হরকিশান সিং সুরজিতের জোট-গঠনের উত্তরাধিকারকে অব্যাহত রেখে পি চিদাম্বরমের সাথে সহযোগিতায় ১৯৯৬ সালে যুক্তফ্রন্ট সরকারের জন্য এক ঐতিহাসিক কর্মসূচিভিত্তিক খসড়া তৈরি করেন। তিনি রাজ্যসভার সদস্য হিসাবেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

২০২১ সালের ২২ এপ্রিল তাঁর পুত্র ৩৫ বছর বয়সী আশিষ ইয়েচুরি কোভিড ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে বহুবার সি পি আই এম এর এই প্রবীণ নেতা অসুস্থ হয়ে পড়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!