Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ১৮, ২০২৩

“ইন্ডিয়া” মঞ্চের সমন্বয় কমিটিতে সদস্য দেবে না বামেরা। বাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়াই আরো তীব্র সিদ্ধান্ত পলিটব্যুরোর

আরম্ভ ওয়েব ডেস্ক
“ইন্ডিয়া” মঞ্চের সমন্বয় কমিটিতে সদস্য দেবে না বামেরা। বাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়াই আরো তীব্র সিদ্ধান্ত পলিটব্যুরোর

সিপিএম-এর ১৬-১৭, সেপ্টেম্বর, দু’দিনের পলিটব্যুরো বৈঠকে সিদ্ধান্ত হল “ইন্ডিয়া” মঞ্চের সমন্বয় কমিটিতে সিপিএম থাকছে না। পাশাপাশি দেশে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য “ইন্ডিয়া” মঞ্চে সিপিএম থাকবে। পাশাপাশি পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার হবে।  মুম্বইয়ে “ইন্ডিয়া” মঞ্চের তৃতীয় বৈঠকের শেষে সিপিএম দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়েছিলেন, ১৪ জনের সমন্বয় কমিটির সদস্যের নাম সিপিএম পরে জানাবে। তবে পশ্চিমবঙ্গের  সিপিএম-এর সমন্বয় কমিটিতে প্রতিনিধি পাঠানোয় আপত্তি ও বিরোধিতা ছিল। দু’দিনের পলিটব্যুরো বৈঠকে পচিমবঙ্গের সিপিএম-এর সেই দাবিই মান্যতা পেল। বৈঠকে ঠিক হয়েছে, “ইন্ডিয়া” -র বৃহত্তর মঞ্চে সিপিএম থাকবে। সেখানে তৃণমূল ছাড়াও আরও বহু দল রয়েছে। তবে সমন্বয় কমিটিতে সিপিএম থাকলে পশ্চিমবঙ্গে বিজেপি সেটাকে প্রচারে আনবে, বলবে বাংলায় তৃণমূলের বিরোধিতা করা সিপিএম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে “ইন্ডিয়া” মঞ্চের সমন্বয় কমিটিতে থাকছে কি করে ?
তবে বৈঠকে ঠিক হয়েছে, “ইন্ডিয়া” মঞ্চের বৈঠক ও সভা-সমিতিতে সিপিএম থাকবে।

সিপিএম-এর এই সিদ্ধান্ত যথেষ্ট রাজনৈতিক তাৎপর্যপূর্ণ। বাংলায় সিপিএম পঞ্চায়েত নির্বাচনে শতাংশের হিসাবে ভোট সামান্য হলেও বাড়াতে পেরেছে। তাই এই জায়গাটাকে ধরে তারা চাইছে লোকসভা নির্বাচনে নিজেদের শক্তি বুঝে নিতে। পাশাপাশি “ইন্ডিয়া” মঞ্চে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য থাকছে সিপিএম, না হলে তৃণমূল বলতে পারবে সিপিএম বিজেপির বি-টিম।

বাংলায় সিপিএম তৃণমূলের বিরুদ্ধে আগামী লোকসভা নির্বাচনে লড়াই করার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে তৃণমূল অবশ্যই বলবে সিপিএম বাংলায় তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিয়ে বিজেপির হাত শক্ত করছে। সিপিএম “ভোটকাটুয়া।”

সমন্বয় কমিটিতে না থাকা ও তৃণমূলের বিরুদ্ধে বাংলায় লড়াই আরও তীব্র করার বিষয়ে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, এটা ভাবার কোনও অবকাশ নেই যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় তুলে নাচতে পারেন, “ইন্ডিয়া” মঞ্চের সমন্বয় কমিটিতে পাঠাতে পারেন, তার মানে এই নয় সিপিএম তার ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য নেচে উঠবে। অভিষেক শুধু শিক্ষক নিয়োগ দুর্নীতিতেই নয়, লিপস অ্যান্ড বাউন্ডস নিয়েই অভিষেকের বিরুদ্ধে ২০১২ সাল থেকে সিপিএম অভিযোগ করে আসছে। এছাড়াও অন্যান্য দুর্নীতির  অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে আছে, আদালতে তাঁর নামে মামলা আছে, ইডি, সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য বারবার ডাকছে। তাই সমন্বয় কমিটিতে যাওয়ার প্রশ্নই নেই। তাছাড়া বিজেপিকে বাংলা থেকে হঠাতে গেলে প্রথমে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে হবে, কেন না বাংলায় বিজেপিকে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম আমলে একটা পঞ্চায়েতেও বিজেপি ছিল না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!