Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • ডিসেম্বর ২৩, ২০২৩

১৪৬ বিরোধী সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে কলকাতায় বামফ্রন্টের মিছিল

আরম্ভ ওয়েব ডেস্ক
১৪৬ বিরোধী সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে কলকাতায় বামফ্রন্টের মিছিল

নজিরবিহীন ভাবে লোকসভা এবং রাজ্যসভা থেকে বিরোধী সাংসদদের সাসপেন্ড করার প্রতিবাদে শনিবার ধর্মতলা থেকে এন্টালি মার্কেট পর্যন্ত মিছিল করল কলকাতা জেলা বামফ্রন্ট। শনিবার ধর্মতলার লেনিন মূর্তির সামন  থেকে মিছিল শুরু হয়। মিছিলে পা মেলান সিপিআই(এম) নেতা সূর্যকান্ত মিশ্র, আরএসপি নেতা সুভাষ নস্কর সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃত্ব।

সংসদে স্মোক বম্ব হামলায় লোকসভা এবং রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করা হয় বিরোধী সাংসদের পক্ষ থেকে। এই নিয়ে সংসদে বিক্ষোভও দেখান বিরোধী সাংসদরা। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। অথচ এই ঘটনায় ধৃতদের থেকে বিজেপি সাংসদের প্রতাপ সিনহার সই করা পাশ পাওয়া গেলেও তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

এই সাসপেনশনের প্রতিবাদেই দেশের সর্বত্র প্রতিবাদ হয়েছে। সিপিআই(এম) এবং বামপন্থীরা অংশ নিয়েছেন সর্বত্র। লক্ষ্ণৌয়ে জমায়েতে ছিলেন পার্টির পলিট ব্যুরো সদস্য সুভাষিণী আলি। ছিল ‘ইন্ডিয়া’-ব্লকের অন্য দলগুলিও। বিজয়ওয়াড়া, হায়দরাবাদেও হয়েছে বিক্ষোভ সমাবেশ। ঝাড়খণ্ডের দেওঘরে বক্তব্য রেখেছেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত।
দিল্লিতে বিক্ষোভ সমাবেশে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের নেতা রাহুল গান্ধি।

শুক্রবার ইয়েচুরি বলেছেন, ‘‘কেউ কখনও শোনেনি ১৪৬ সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এরা ফের জিতে এলে সংসদ থাকবে কিনা প্রশ্ন রয়েছে।’’ তিনি বলেন, ‘‘সংবিধানের প্রথম শব্দ আমরা, মানে জনতা। জনতাই সার্ভভৌমত্ব প্রয়োগ করে। জনতা সংসদ সদস্য নির্বাচিত করে। সাংসদরা সরকার ঠিক করে। সরকার সংসদে জবাবদিহি করতে বাধ্য থাকে। সাংসদরা জনতার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে। সংবিধানই এই ব্যবস্থা করেছে। সেই সংবিধানকে ভাঙা হচ্ছে।’’


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!