শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
ভারত জুড়ে পুরনো বাড়িতে, ধর্মস্থানে ফাটলের পর ফাটল । পুরীর জগন্নাথ মন্দিরের নাটমণ্ডপও এবার ফাটলের শিকার। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়ার দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে ।
আরটিআই কর্মী হেমন্তকুমার পাণ্ডার অভিযোগ, ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে একাধিকবার মন্দির মেরামতের কাজ করে এএসআই। সংস্কারের এক বছর পর আবার ফাটল চোখে পড়ে। সংস্কার কর্মে এএস আই গাফিলতির দায় এড়াতে পারে না। কেবল তাঁরা খাতায়-কলমে কাজ সম্পন্ন করেছিলেন। নাটমন্ডপের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হেমন্ত বলেছেন, জগন্নাথ মন্দিরে আগত পুণ্যার্থীদের এসম্পর্কে সতর্ক করা দরকার।
ওড়িশা হাইকোর্টের ২০১৯ সালের নির্দেশ ছিল, চারমাসের মধ্যে মন্দিরের সংস্কার কার্য শেষ করতে হবে। এ এস আই আধিকারিকর ্বলেছিলেন, এপ্রিলের মধ্যে মন্দির মেরামতের কাজ সম্পূর্ণ হবে। কিন্তু চার বছরেও তা অসম্পূর্ণ, তা আগামী চার মাসে কী করে শেষ হবে এবিষয়ে সংশয় আছে মন্দিরের সেবায়েত ও জগন্নাথ ভক্তদের। রাজ্য সরকার মুখ খোলেনি। তাঁরা উদ্বিগ্ন না উদাসীন সময়ই তা বলবে। জগন্নাথ মন্দিরে হাজার হাজার দেশি বিদেশি ভক্তের সমাগম হয় প্রতি বছর। কখনও অঘটন ঘটেনি। এবার ফাটল চোখে পড়তেই ভয়ে কম্পমান মন্দির কর্তৃপক্ষ আর মন্দিরের ভক্তবৃন্দ।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34