- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১৩, ২০২৩
১২৮ বছরের প্রতীক্ষার অবসান, ২০২৮ অলিম্পিকে ক্রিকেটে

দীর্ঘ প্রতীক্ষার অবসান। ক্রিকেটপ্রেমীদের কাছে সুখবর। অবশেষে ১২৮ বছর পর আবার অলিম্পিকের আসরে দেখা যাবে ক্রিকেট। ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার ব্যাপারে সায় দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার কার্যকরী কমিটি। শুক্রবার মুম্বইতে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার কার্যনির্বাহী বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনি ও রবিবার মুম্বইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠক রয়েছে। এই বৈঠকেই ক্রিকেট অন্তর্ভুক্তির বিষয়টি সরকারিভাবে শিলমোহর দেওয়া হবে।
দীর্ঘদিন ধরেই আইসিসি অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে আসছিল। ২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ক্রিকেট সাফল্য পাওয়ার পর অলিম্পিকে অন্তর্ভুক্তির বিষয়টি জোরালো হয়ে ওঠে। এরপরই আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আরও উদ্যোগী হয়। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ছাড়াও বেসবল/ সফট বল, ফ্ল্যাগ ফুটবল, ব্ল্যাকরোসে, স্কোয়াশ, এই খেলাগুলিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
শুক্রবার অলিম্পিক সংস্থার এক্সিকিউটিভ কমিটির বৈঠকের পর প্রেসিডেন্ট টমাস বাক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার বিষয়ে অলিম্পিক সংস্থার এক্সিকিউটিভ কমিটি অনুমোদন দিয়েছে। শুক্রবার ও শনিবার অলিম্পিক কমিটির বৈঠকে সরকারিভাবে ঘোষণা করা হবে। তবে অলিম্পিকে ক্রিকেট নিয়ে অলিম্পিক সংস্থা কোনও দেশের সঙ্গে আলোচনা করবে না। যাবতীয় পরিকল্পনা আইসিসি-র সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে। আইসিসি-র সঙ্গে আলোচনা করে ঠিক হবে কীভাবে ক্রিকেটকে আরও জনপ্রিয় করা যায় এবং অলিম্পিকে কটা দল অংশ নেবে।’
তবে জানা গেছে মোট ছটি দলকে নিয়ে অলিম্পিকে ক্রিকেট অনুষ্ঠিত হবে। মহিলা ও পুরুষ বিভাগে ছটি করে দল অংশ নেবে। টি২০ ফরম্যাটে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে মাত্র একবারই ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল। তারপর বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে প্রস্তাব দিলেও কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড ২০২৪ প্যারিস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার ব্যাপারে জোর সওয়াল করেছিল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে এবং ক্রিকেটপ্রেমীরাও অলিম্পিকে ক্রিকেট উপভোগ করতে পারবেন।
❤ Support Us