- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ৩, ২০২৪
অবশেষে জুন মাসে বেঙ্গল প্রো টি২০ লিগ শুরু করতে চলেছে সিএবি
অবশেষে এবছর শুরু হতে চলেছে বেঙ্গল প্রো টি ২০ লিগ। নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও জুন মাস থেকে এই প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে সিএবি–র। আইপিএল শেষ হওয়ার ১৫ দিন পর থেকে শুরু করার প্রাথমিক চিন্তাভাবনা রয়েছে। ২১ দিন ধরে চলবে এই প্রতিযোগিতা।
পুরুষ ও মহিলা, দুই বিভাগেই অনুষ্ঠিত হবে বেঙ্গল প্রো টি ২০ লিগ। দুটি বিভাগেই ৮টি করে ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। পুরুষদের খেলা হবে ইডেনে। আর মহিলাদের খেলা হবে সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে। আইপিএলের ধাঁচে বাংলার বিভিন্ন শহর কিংবা জেলার নামের ভিত্তিতে ফ্র্যাঞ্চাইজিগুলির নামকরণ হবে।
লটারির মাধ্যমে ক্রিকেটার নির্বাচিত করা হবে। পুরুষ দলে ১৭ জন ক্রিকেটার রাখা যাবে। মহিলা দলে রাখতে হবে ১৬ জন ক্রিকেটার। পুরুষদের দলে মার্কি ক্রিকেটার রাখা হবে। রনজি ক্রিকেটাররা মার্কি খেলোয়াড় হিসেবে বিবেচিত হবেন। প্রতিটা দলে অনূর্ধ্ব ১৯ ও জেলার ক্রিকেটার রাখা বাধ্যতামূলক।
বেঙ্গল প্রো টি ২০ লিগে মোট ৬২টি ম্যাচ হবে। ৩১ টি পুরুষদের ও ৩১টি মহিলাদের। ২৬৪ জন বাংলার ক্রিকেটার অংশ নেবে। ১৩৬ জন পুরুষ, ১২৮ জন মহিলা। ভিনরাজ্যের কিংবা বিদেশি কোনও ক্রিকেটার খেলানো যাবে না। বাংলার ক্রিকেটার ও কোচরা অগ্রাধিকার পাবেন। কোনও বিদেশি কোচ নেওয়া যাবে না। তবে চাইলে, কোনও দল বিদেশি মেন্টর রাখতে পারে। বেশ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজির মালিক হওয়ার জন্য আবেদন করেছে।
❤ Support Us