- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১৬, ২০২৩
অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভূক্তিতে সিলমোহর, খুশি আইসিসি

প্রত্যাশামতোই ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অন্তর্ভূক্ত হল ক্রিকেট। আজ সরকারিভাবে ঘোষণা হল অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভূক্তির বিষয়টি। ১৯০০ সালে প্যারিস অলিম্পিকের পর আবার অলিম্পিকে ক্রিকেট দেখা যাবে। ক্রিকেট ছাড়াও আরও ৫টি খেলা লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অন্তর্ভূক্ত হয়েছে। ১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেট ফেরায় খুশি আইসিসি।
গত সপ্তাহে অলিম্পিক আয়োজক কমিটি ক্রিকেটসহ ৫টি খেলাকে অন্তর্ভূক্ত করার সুপারিশ করেছিল আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার কাছে। মুম্বইয়ে সংস্থার ১৪১তম বার্ষিক অধিবেশনে সরকারিভাবে সিলমোহর পনল। ক্রিকেটের সঙ্গে যুক্ত হল বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোসে ও স্কোয়াশ। দীর্ঘদিন ধরেই ক্রিকেটকে অলিম্পিকে যুক্ত করার প্রয়াস চলছিল। এই নিয়ে আইসিসি ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কর্তাদের বারবার বৈঠক হয়। আইসিসি কর্তারা প্রস্তাব দিয়েছিলেন টি২০ ফরম্যাটে ক্রিকেট অন্তর্ভূক্ত হোক। সেই প্রস্তাব গৃহীত হয়েছে।
ক্রিকেট অন্তভূক্ত হওয়ায় লস অ্যাঞ্জেলেস অলিম্পিক আয়োজক কমিটির ডিরেক্টর নিকোলো ক্যামপ্রিয়ানি দারুণ খুশি। তিনি বলেছেন, ‘বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় খেলা ক্রিকেট অলিম্পিকে আসায় আমরা রোমাঞ্চিত। বিশ্বব্যাপী ক্রিকেটের ২.৫ বিলিয়ন দর্শক রয়েছে। চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট শুরু হয়েছে। মার্কিন মুলুকে ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে ক্রিকেটের।’ প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রেও টি ২০ বিশ্বকাপের খেলা অনুষ্ঠিত হবে।
ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজও খুশি অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভূক্ত হওয়ায়। তিনি বলেন, ‘অলিম্পিকে ক্রিকেট অন্তর্বূক্ত হওয়ার ব্যাপারটা দারুণ। অলিম্পিকে অংশ হতে পারা, অলিম্পিকে সোনা জয়ের লক্ষ্যে নামতে পারাটা ক্রিকেটারদের কাছেও স্পেশ্যাল হতে চলেছে।’ আইসিসি–র টি ২০ দলগত ক্রমতালিকায় নির্ধারিত সময়সীমায় পুরুষ ও মহিলাদের বিভাগে সেরা ৬টি করে দল অলিম্পিকে ক্রিকেটে খেলার সুযোগ পাবে।
❤ Support Us