- Uncategorized এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ২, ২০২৩
বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বলিউডি তারকারা

৫ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচ। বাইশ গজে বল পড়ার আগের দিনই অবশ্য আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে যাচ্ছে ২০২৩ একদিনের ক্রিকেটের বিশ্বকাপের। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। আর এই জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানকে সফলভাবে আয়োজন করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
এবারের বিশ্বকাপের উদ্বোধন জমকালো ভাবেই করার পরিকল্পনা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে একগুচ্ছ বলিউডি তারকার থাকার কথা। তবে কারা কারা থাকবেন, এ ব্যাপারে এখনও ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপারে বোর্ডের পক্ষ থেকে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হচ্ছে।
তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, তামান্না ভাটিয়ার মতো অভিনেতা–অভিনেত্রীদের উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে দেখা যাবে। মঞ্চ মাতাবেন আশা ভোঁসলে, শ্রেয়া ঘোষাল, অরিজিত সিং, শঙ্কর মহাদেবনের মতো গায়ক–গায়িকারা। উদ্বোধনী অনুষ্ঠানে নাচ–গানের পাশাপাশি ভারতের সংস্কৃতির ঐতিহ্যও তুলে ধরা হবে।
বিশ্বকাপে অংশগ্রহনকারী সব দলের অধিনায়করাও উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন। ৬ অক্টোবর হায়দরাবাদে পাকিস্তান ও নেদারল্যান্ড দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। দুটি দলের অধিনায়ক যাতে উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাতেই হায়দরাবাদ ফিরে যেতে পারেন, তার জন্য সন্ধেয় অনুষ্ঠান শুরু হবে।
❤ Support Us