- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ১, ২০২৩
দুটি দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ধোনি ভক্ত মাহিকার

ইতিহাস তৈরি করলেন মাহিকা গৌর। বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে দুটি দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করার কৃতিত্ব অর্জন করলেন। ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরশাহীর হয়ে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে অভিষেক হয়। আর শুক্রবার ইংল্যান্ডের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ ক্রিকেটে মাঠে নামলেন।
ইংল্যান্ডের বার্কশায়ারের রিডিংয়ে ২০০৬ সালে জন্ম মাহিকা গৌরের। ২০১১ সালে তাঁর পরিবার দুবাইয়ে চলে আসে। সেখানে আইসিসি–র ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি হন। এরপর কোচ আদনান সাবরির তত্ত্বাবধানে নিজেকে ক্রমশ মেলে ধরেন। মাত্র ১২ বছর বয়সে সংযুক্ত আরব আমিরশাহী দলে সুযোগ পান। ২০১৯ সালে সংযুক্ত আমিরশাহীর হয়ে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে টি২০ ক্রিকেটে অভিষেক হয়। ২০২৩ মহিলাদের অনূর্ধ ১৯ টি২০ বিশ্বকাপেও খেলেন মাহিকা গৌর।
এরপর আগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে ইংল্যান্ড দলে সুযোগ পান মাহিকা। শ্রীলঙ্কার বিরুদ্ধে এবার ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। ইংল্যান্ডের হয়ে প্রথম ম্যাচেই উইকেট তুলে নিয়েছেন ১৮ বছর বয়সী এই বাঁহাতি জোরে বোলার। প্রথমে ব্যাট করে ১৮৬ রান তুলেছিল ইংল্যান্ড। শ্রীলঙ্কা ৬ ওভারে ৫৫/৩ রান তোলার পর বৃষ্টি নামে। ডাকওয়ার্থ–লুইস নিয়মে ইংল্যান্ড ১২ রানে জয়ী হয়। ম্যাচে চামারি আটাপাট্টুতে তুলে নেন মাহিকা গৌর। ম্যাচের পর মাহিকাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইট। মহেন্দ্র সিং ধোনি আদর্শ হলেও মিচেল স্টার্ককে সামনে রেখে এগিয়ে যেতে চান মাহিকা।
❤ Support Us