Advertisement
  • Uncategorized এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ৩, ২০২৩

বাংলাদেশ সফরের জন্য ঘোষিত ভারতীয় মহিলা দল, বাদ রিচা ঘোষ

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলাদেশ সফরের জন্য ঘোষিত ভারতীয় মহিলা দল, বাদ রিচা ঘোষ

চিত্র সংবাদ সংস্থা

মহিলাদের এমার্জিং টি২০ এশিয়া কাপে দুরন্ত পারফরমেন্স করেও সিনিয়র দলে জায়গা হল না শ্রেয়াঙ্কা পাটিলের। সুযোগ পাননি রেনুকা সিংহ ও বাংলার রিচা ঘোষও। বাংলাদেশ মহিলা দলের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং একদিনে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলের নেতৃত্ব রয়েছেন হরমনপ্রীত কাউর। সহঅধিনায়ক স্মৃতি মান্ধানা।

৯ জুলায় থেকে বাংলাদেশের বিরুদ্ধে এই সিরিজ শুরু হবে। সিরিজের ৬টি ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম তিনটি টি২০ ম্যাচ হবে ৯, ১১ ও ১৩ জুলাই। তিনটি একদিনের ম্যাচ হবে ১৬, ১৯ ও ২২ জুলাই।

ভারতীয় দলের হয়ে দীর্ঘদিন উইকেটের পেছনে দাঁড়ানো রিচা ঘোষ দলে নেই। তাঁর পরিবর্তে যস্তিকা ভাটিয়া উইকেটকিপিং করবেন। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে জায়গা পেয়েছেন আসামের উমা ছেত্রি। তিনি টি২০ ও একদিনের উভয় দলেই দ্বিতীয় উইকেটকিপার হিসেবে নির্বাচিত হয়েছেন। রাধা যাদবও দলে সুযোগ পাননি। আরেকটি জনপ্রিয় নাম, যেটির কোনো দলেই নেই। একদিনের দলে সুযোগ পেয়েছেন স্নেহ রানা। আর মেঘনা সাবিনেনি শুধুমাত্র টি২০ দলে সুযোগ পেয়েছেন।

টি ২০ দল:‌ হরমনপ্রীত কাউর (‌অধিনায়ক)‌, স্মৃতি মান্ধানা (সহঅধিনায়ক), দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, জেমিমা রডরিগেজ, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), হারলিন দেওল, দেবিকা বৈদ্য, উমা ছেত্রি (উইকেটকিপার), আমনজোত কাউর, সাবনেনি মেঘনা, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, অঞ্জলি সারভানি, মনিকা প্যাটেল, রাশি কানোজিয়া, আনুশা বারেডি, মিন্নু মানি।
একদিনের দল:‌ হরমনপ্রীত কাউর (‌অধিনায়ক)‌, স্মৃতি মান্ধানা (সহঅধিনায়ক), দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, জেমিমা রডরিগেজ, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), হারলিন দেওল, দেবিকা বৈদ্য, উমা ছেত্রি (উইকেটকিপার), আমনজোত কাউর, প্রিয়া পুনিয়া, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, অঞ্জলি সারভানি, মনিকা প্যাটেল, রাশি কানোজিয়া, আনুশা বারেডি, স্নেহ রানা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!