Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৩, ২০২৩

‌‘‌নতুন’‌ চ্যাম্পিয়ন্স লিগে গোলের খাতা খুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আরম্ভ ওয়েব ডেস্ক
‌‘‌নতুন’‌ চ্যাম্পিয়ন্স লিগে গোলের খাতা খুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বর্ণময় ফুটবলজীবনে ইতিমধ্যেই ৮৫৫ গোল করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসেরে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতাতেই গোলের খাতা খুলেছেন। এবার চ্যাম্পিয়ন্স লিগেও গোলের খাতা খুললেন এই পর্তুগীজ তারকা।
এইটুকু পড়ে অনেকেই হয়তো ভাবতে শুরু করেছেন, চ্যাম্পিয়নস লিগে তো আগেই গোল করেছেন। আবার নতুন করে গোলের খাতা খোলার কী আছে। এই চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফার নয়। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গোলের খাতা খুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সোমবার রাতে তাজিকিস্তানের ইস্তিকললের বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ৩–১ ব্যবধানে জিতেছে আল নাসের। গোল করে দলের জয়ে অবদান রেখেছেন রোনাল্ডো।
প্লে অফ খেলেই আল নাসেরকে এবছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে উঠে আসতে হয়েছে। প্লে অফ ম্যাচে সংযুক্ত আরব আমীরশাহীর শাবাব আল আহলিকে ৪–২ ব্যবধানে হারিয়েছিল আল নাসের। সেই ম্যাচে নিজে গোল না পেলেও সতীর্থকে দিয়ে গোল করিয়েছিলেন রোনাল্ডো। মূলপর্বের গ্রুপ লিগের ম্যাচে ইরাকের পার্সেপোলিসের বিরুদ্ধে ২–০ ব্যবধানে জিতেছিল আল নাসের। সেই ম্যাচেও গোল পাননি রোনাল্ডো। তৃতীয় ম্যাচে এসে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম গোল তুলে নিলেন পর্তুগীজ তারকা।
ঘরের মাঠে আধিপত্য নিয়ে শুরু করলেও প্রথমার্ধে গোল মুখ খুলতে পারেনি আল নাসের। উল্টে খেলার গতির বিরুদ্ধে এগিয়ে যায় ইস্তিকলল। প্রথমার্ধের ৪৪ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন সেনিন সেবাই। পিছিয়ে পড়ে যেন দম্ভে ঘা লেগেছিল আল নাসেরের। বিরতির পর একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসে গোল তুলে নেয়। ৬৬ মিনিটে সমতা ফেরান রোনাল্ডো। ৭২ মিনিটে আল নাসেরকে এগিয়ে দেন তালিসকা। ৭৭ মিনটে তিনিই ৩–১ করেন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গোলের খাতা খুলে খুশি রোনাল্ডো। তিনি বলেন, ‘‌নতুন প্রতিযোগিতায় গোল করতে পেরে ভাল লাগছে। আমরা দুর্দান্ত ম্যাচ খেলেছি। আশা করছি বাকি ম্যাচগুলিতে এভাবেই জিতব।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!