Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২৫, ২০২৩

সৌদি প্রো লিগে অপ্রতিরোধ্য রোনাল্ডো, আল ওখদুদের বিরুদ্ধে দিলেন জোড়া গোল

আরম্ভ ওয়েব ডেস্ক
সৌদি প্রো লিগে অপ্রতিরোধ্য রোনাল্ডো, আল ওখদুদের বিরুদ্ধে দিলেন জোড়া গোল

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর অনেকেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যত নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। কিন্তু চলতি মরশুমে রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন এই পর্তুগিজ তারকা। গোলের বন্যা বইয়ে দিচ্ছেন। শুক্রবার রাতে তাঁর জোড়া গোলের সুবাদে সৌদি প্রো লিগে আল ওখদুদকে ৩–০ ব্যবধানে হারিয়েছে আল নাসের। এখনও পর্যন্ত সৌদি প্রো লিগে ১৩ ম্যাচে করেছেন ১৫। আর চলতি মরশুমে আল নাসেরের জার্সি গায়ে ইতিমধ্যেই ১৪ ম্যাচে করে ফেলেছেন ১৮ গোল ।

২০২৪ ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে দেশের জার্সি গায়ে দারুণ ছন্দে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশকে মূলপর্বে তুলে এসে আবার নেমে পড়ছেন সৌদি প্রো লিগে। আল নাসেরের জার্সি গায়েও ছন্দ অব্যাহত। ম্যাচের প্রথম থেকেই আল নাসেরের দাপট ছিল। ১৩ মিনিটে এগিয়েও যায়। সামি আল–নাজেই গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে বেশ কয়েকবার ঝলক দেখালেও বিপক্ষের জালে বল ঢোকাতে পারেননি রোনাল্ডো। অবনমনের আওতায় থাকা আল ওখদুদ তেমন আক্রমণ তুলে নিয়ে আসতে পারেনি।

ম্যাচের ৭৬ মিনিটে নিজের প্রথম গোলটি পান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পেনাল্টি বক্সের ডান দিকে রোনাল্ডো যখন বল ধরেন, তাঁর সামনে ছিল বিপক্ষের ৪ জন ফুটবলার। দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে দুরন্ত শটে গোল করেন রোনাল্ডো। এই গোলের মিনিট তিনেক পর নিজের দ্বিতীয় গোল করেন এই পর্তুগিজ তারকা। প্রতিআক্রমণে ৩৫ গজের লম্বা সেন্টার ভেসে আসে আল ওখদুদ সীমানায়। আল নাসেরের এক ফুটবলার বল ধরতে গেলে গোল ছেড়ে বেড়িয়ে এসে মাটিতে শুয়ে আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেন ওখদুদ গোলকিপার। সেই বল ছিটকে চলে যায় রোনাল্ডোর কাছে। বুক দিয়ে বল ধরে বক্সের মধ্যে থাকা তিনজন ওখদুদ খেলোয়াড়ের মাথার ওপর দিয়ে লব করে বল জালে পাঠান রোনাল্ডো। হ্যাটট্টিক করার সুযোগও এসেছিল তাঁর সামনে। কিন্তু কাজে লাগাতে পারেননি রোনাল্ডো।

এই জয়ের ফলে সৌদি লিগে শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে নিয়ে এল আল নাসর। ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট আল নাসেরের। আর ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে আল হিলাল। ২ ডিসেম্বর আল হিলালের বিরুদ্ধে খেলবে আল নাসের। জিতলেই শীর্ষে উঠে আসবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!