- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ৩, ২০২৪
তিনদিনে দুটি হ্যাটট্রিক! ৩৯ বছর বয়সেও অপ্রতিরোধ্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বয়স যত বাড়ছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেন আরও ক্ষুরধার হয়ে উঠছেন। গত শনিবার সৌদি আরবের প্রো লিগে আল তাইয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন রোনাল্ডো। ৭২ ঘন্টা কাটতে না কাটতে আবার হ্যাটট্রিক। এবার আল আবহার বিরুদ্ধে। রোনাল্ডোর হ্যাটট্রিকের ওপর ভর করে আল নাসের ৮–০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আল আবহাকে। চলতি লিগে এটা রোনাল্ডোর তৃতীয় হ্যাটট্রিক। গোটা ফুটবলজীবনে ৬৫ তম। ৩৯ বছর বয়সেও অপ্রতিরোধ্য ‘সি আর সেভেন’।
ম্যাচের শুরু থেকেই বিপক্ষকে নিয়ে ছেলেখেলা শুরু করেন রোনাল্ডো। প্রথমার্ধেই ৫–০ ব্যবধানে এগিয়ে যায় আল নাসের। ৪২ মিনিটের মধ্যেই হ্যাটট্টিক পূর্ণ করেন রোনাল্ডো। ১১ মিনিটে ফ্রি কিক থেকে প্রথম গোল রোনাল্ডোর। মানবপ্রাচীরের পেছনে একজন ফুটবলারকে শুইয়ে রেখেও রোনাল্ডোর গোল আটকাতে পারেনি আবহা। মানবপ্রাচীরের নীচ দিয়েই বল জালে পাঠান। ১০ মিনিট পর আবার ফ্রিকিক থেকে গোল। এবারও কোনও সুযোগই দেননি বিপক্ষ গোলকিপারকে। ৪২ মিনিটে সতীর্থর থ্রু পাস ধরে গোলকিপারের মাথার ওপর দিয়ে চিপ করে হ্যাটট্রিক পূর্ণ রোনাল্ডোর।
হ্যাটট্রিক পূর্ণ করার আগে ৩৩ মিনিটে সাদিও মানেকে দিয়ে একটা গোল করান রোনাল্ডো। ৪৪ মিনিটে আল–সুলাইহিমের গোলের পেছনেও রোনাল্ডো অবদান। দ্বিতীয়ার্ধের শুরুতেই রোনাল্ডোকে তুলে নেন আল নাসের কোচ। না হলে রোনাল্ডোর গোল সংখ্যা আরও বাড়ত। ৫১ মিনিটে আল নাসেরের হয়ে ষষ্ঠ গোল করেন আব্দুল রহমান ঘারিব। শেষ দুটি গোল আল–আলিওয়ার।
আল নাসেরের হয়ে চলতি মরশুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচে ৩৬ গোল করে ফেললেন রোনাল্ডো। সৌদি প্রো লিগে ২৯ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন।
❤ Support Us