Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ২২, ২০২৪

উয়েফা থেকে এএফসি, চ্যাম্পিয়ন্স লিগে গোল করার অভ্যাস যায়নি রোনাল্ডোর

আরম্ভ ওয়েব ডেস্ক
উয়েফা থেকে এএফসি, চ্যাম্পিয়ন্স লিগে গোল করার অভ্যাস যায়নি রোনাল্ডোর

চ্যাম্পিয়ন্স লিগে গোল করার অভ্যাস এখনও যায়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পাড়ি দিলেও অভ্যাসটা বজায় রেখেছেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ছেড়ে বেরিয়ে এসে এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে প্রি–কোয়ার্টার ফাইনালে আল ফাইহার বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচে গোল করেছিলেন। দ্বিতীয় পর্বের ম্যাচেও গোল রোনাল্ডোর। আল ফাইহাকে ২–০ ব্যবধানে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল আল নাসের। দুই পর্ব মিলিয়ে আল নাসেরের জয় ৩–০ ব্যবধানে।
প্রথম পর্বের ম্যাচে ১–০ ব্যবধানে জিতেছিল আল নাসের। ম্যাচের ৮১ মিনিটে একমাত্র গোলটি করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
দ্বিতীয় পর্বের ম্যাচে শুরু থেকেই নাসেরে আধিপত্য ছিল। ম্যাচের ১৭ মিনিটে এগিয়েও যায়। আল খাইরাবির সেন্টার থেকে হেডে গোল করে আল নাসরকে এগিয়ে দেন পর্তুগিজ উইঙ্গার ওতাভিও। এরপর বেশ কয়েকটি সুযোগ তৈরি করে আল নাসের। রোনাল্ডোকে বক্সের মধ্যে দু’‌দুবার ফাউল করা হলেও পেনাল্টি পায়নি আল নাসের। হতাশার রেফারির সঙ্গে তর্ক করে হলুদ কার্ড দেখেন রোনাল্ডো। প্রথমার্ধে অফসাইডের জন্য তাঁর একটা গোল বাতিলও হয়।
দ্বিতীয়ার্ধে গোলেন জন্য নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েন রোনাল্ডো। বারবার গোলমুখে পৌঁছেও লক্ষ্যভেদ করতে পারছিলেন না। অবশেষে ম্যাচের ৮৬ মিনিটে আল ফাইহার গোলকিপারেরও ভুলে গোল পেয়ে যান রোনাল্ডো। মার্সেলো ব্রোজোভিচের সেন্টার ফাইহার গোলকিপার ভ্লাদিমির স্টোকোভিচ বল বিপদমুক্ত করার জন্য অনেক আগেই এগিয়ে এসেছিলেন। কিন্তু বল পায়ে লাগাতে পারেননি। বল পেয়ে যান রোনাল্ডো। জালে রাখতে ভুল করেননি এই পর্তুগিজ স্ট্রাইকার। নাসেরের জার্সি গায়ে শেষ ৯ ম্যাচে ১০ গোল করলেন রোনাল্ডো।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!