- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ১৬, ২০২৪
জোড়া গোল করে পর্তুগালকে জেতালেন রোনাল্ডো, দেশের হয়ে সবথেকে বেশি ম্যাচ জয়ের রেকর্ড

দেশের হয়ে সবথেকে বোশি গোল করার রেকর্ড কার দখলে? দেশের হয়ে সবথেকে বেশি ম্যাচ খেলেছেন কোন ফুটবলার? উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবথেকে বেশি গোল কার? যারা আন্তর্জাতিক ফুটবলের খোঁজখবর রাখেন, তাঁদের উত্তর দিতে এক সেকেন্ডও সময় লাগবে না। রেকর্ডের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নামটা ওতোপ্রোতভাবে জড়িয়ে গেছে। ৩৯ বছর বয়সে আরও একটা রেকর্ডের মালিক হলেন এই পর্তুগিজ ফুটবলতারকা। আন্তর্জাতিক ফুটবলে সবথেকে বেশি ম্যাচ জেতার নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
শুক্রবার রাতে উয়েফা নেশনস লিগে পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ছিল পর্তুগালের। ৫–১ ব্যবধানে জিতেছে পর্তুগাল। জোড়া গোল করেছেন রোনাল্ডো। আর পোল্যান্ডের বিরুদ্ধে জয়ের সঙ্গে সঙ্গে সবথেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন। ভেঙে দিয়েছেন স্পেনের সার্জিও র্যামোসের রেকর্ড। দেশের হয়ে র্যামোস জিতেছিলেন ১৩১ ম্যাচ। আর রোনাল্ডো জিতলেন ১৩২ ম্যাচ।
পোল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে শুরু থেকে দাপট থাকলেও প্রথমার্ধে গোল তুলে নিতে পারেনি পর্তুগাল। দ্বিতীয়ার্ধে ঝড় তোলেন রোনাল্ডোরা। ম্যাচের প্রথম গোল আসে ৫৯ মিনিটে। রাফায়েল লিয়াও গোল করে দলকে এগিয়ে দেন। ৭২ মিনিটে পেনাল্টি পায় পর্তুগাল। ‘পানেনকা’ শটে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৮০ মিনিটে ৩–০ করেন ব্রুনো ফার্নান্ডেজ। মিনিট তিনেক পরই ব্যবধান বাড়ান পেদ্রো নেতো। ম্যাচের ৮৭ মিনিটে দলের হয়ে পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেন রোনাল্ডো। ভিতিনিয়ার উঁচু সেন্টার শূন্যে শরীর ভাসিয়ে দিয়ে ডানপায়ের দুরন্ত শটে বল জালে পাঠান।
এই গোলের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে ১৩৫ গোলের মালিক হয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৯১০। দুটিও বিশ্ব ফুটবলে সর্বোচ্চ। পোল্যান্ডকে হারিয় এক ম্যাচ বাকি থাকতেই নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল পর্তুগাল। গ্রুপ লিগের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে।
❤ Support Us