- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ২১, ২০২৩
দেশের জার্সি গায়ে ২০০ ম্যাচ খেলে গিনেস বুকে সি আর সেভেন

মাঠে নামলেই রেকর্ড গড়া অভ্যাসে পরিণত করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবল জীবনে আরও একটা মাইলস্টোনে পৌঁছে গেলেন এই পর্তুগীজ ফুটবল তারকা। বিশ্বের প্রথম পুরুষ ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর সেই মাইলস্টোনের ম্যাচে গোল করে দলকে জিতিয়েছেন ‘সি আর সেভেন’।
চলতি বছরের মার্চ মাসে কুয়েতের স্ট্রাইকার বাদের আল মুতাওয়ার সর্বাধিক ১৯৬ ম্যাচ খেলার রেকর্ড ভেঙে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর এদিন ইউরো কাপের বাছাই পর্বে আইসল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে সঙ্গে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলে গিনের বুকে নাম তুলেছেন। আইসল্যান্ডের বিরুদ্ধে দলকে জিতিয়ে ইউরো কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জনের পথ অনেকটাই মসৃণ করেছেন রোনাল্ডো।
আইসল্যান্ডের বিরুদ্ধে শুরু থেকে প্রাধান্য নিয়ে খেললেও প্রথমার্ধে গোল পায়নি পর্তুগাল। দ্বিতীয়ার্ধের একেবারে অন্তিম লগ্নে গোল করে দলকে জেতান রোনাল্ডো। এই জয়ের ফলে গ্রুপ ‘জে’–তে ৪ ম্যাচে চারটিতেই জিতে শীর্ষে রয়েছে পর্তুগাল। প্রতিটা ম্যাচেই গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশের হয়ে এটি তার ১২৩ তম গোল। বাছাই পর্বের ৪ ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়াল ৫টি।
দেশের জার্সি গায়ে ২০০ ম্যাচ খেলতে পেরে গর্বিত রোনাল্ডো। তিনি বলেন, ‘পর্তুগালের হয়ে ২০০ ম্যাচ খেলতে পেরে আমি গর্বিত। এটা এমন একটা মুহূর্ত, যা কখনোই আশা করিনি। আমার কাছে একটা অবিশ্বাস্য প্রাপ্তি। আর মাইলস্টোনের ম্যাচে গোল করে দলকে জেতানোটাও বিশেষ কৃতিত্ব বলে মনে করছি।’ এই ২০০ ম্যাচের মধ্যে সেরা ম্যাচ হিসেবে আলাদা করে কোনও ম্যাচকেই বেছে নিতে পারেননি রোনাল্ডো। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘সেরা ম্যাচ বাছাই করা খুবই কঠিন। জাতীয় দলের জার্সি গায়ে অনেক ভাল ম্যাচ খেলেছি। তার মধ্যে ২০১৬ ইউরো কাপের, নেশনস কাপের ম্যাচ রয়েছে। সেই কারণেই আমি কোনও ম্যাচকে সেরা বেছে নিতে পারছি না।’
❤ Support Us