- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ২৯, ২০২৩
আর্থিক প্রতারণায় সহায়তার অভিযোগ, মামলা রোনাল্ডোর বিরুদ্ধে
মাঠের বাইরে গত বছর থেকেই নানা বিতর্কে জড়িয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কখনও ক্লাব কর্তাদের সঙ্গে। কখনও আবার নারীসঙ্গে জড়িয়ে পড়ে। এবার আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন এই পর্তুগিজ তারকা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনে মামলা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় বিশ্বের ফুটবল মহলে তৈরি হয়েছে চাঞ্চল্য।
ক্রিপ্টো এক্সচেঞ্জ সংস্থা বিনান্স ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নন–ফাঞ্জিবল টোকেন বা এনটিএফের প্রোমোশনের জন্য তাঁর সঙ্গে ২০২২ সালে কয়েক বছরের জন্য চুক্তি করেছিল। এই সংস্থার বাণিজ্যিক দূত হয়ে প্রচারমূলক বার্তাও দেন রোনাল্ডো। তাঁর সেই বার্তাতে অনুপ্রানিত হয়ে অনেকেই এই সংস্থায় অর্থ বিনিয়োগ করেন। অনেকে অর্থ বিনিয়োগ করে ক্ষতির সম্মুখীন হয়েছেন।
মাইকেল সাইজমোর, মিকি ভংডারা ও গর্ডন লুইস নামে তিন ব্যক্তি রোনাল্ডোর বিরুদ্ধে মামলা করেছেন। ক্রিপ্টো এক্সচেঞ্জ সংস্থার দ্বারা আর্থিকভাবে বিপুল ক্ষতির মুখে পড়ে রোনাল্ডোকেই আইনি ফাঁদে ফেললেন মামলাকারীরা। মামলাকারীদের দাবি, রোনাল্ডোর বার্তায় ভরসা রেখে তাঁরা ওই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হন। ওই সংস্থার পক্ষ থেকে আনরেজিস্টার্ড সিকিউরিটিজে লগ্নির আহ্বানও জানানো হয়েছিল।
মামলাকারীদের আরও দাবি, বিনান্সের আনরেজিস্টার্ড ক্রিপ্টো সিকিউরিটিজের বিক্রি সম্পর্কে রোনাল্ডো জানতেন। সে সম্পর্কে তাঁর বিস্তারিত জানানো উচিত ছিল। কারণ, বিনিয়োগে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা আছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ৮৫ কোটির মতো অনুগামীও আছে। কিন্তু রোনাল্ডো তাঁর অনুগামীদের বিনান্স সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানাতে ব্যর্থ হয়েছেন। রোনাল্ডো কীভাবে পরিস্থিতি সামাল দেন, সবাই সেদিকেই তাকিয়ে।
❤ Support Us