Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ২৯, ২০২৪

‌প্রত্যাশামতোই শাস্তি রোনাল্ডোর, ১ ম্যাচ নির্বাসিত, ৩০ হাজার রিয়াল জরিমানা

আরম্ভ ওয়েব ডেস্ক
‌প্রত্যাশামতোই শাস্তি রোনাল্ডোর, ১ ম্যাচ নির্বাসিত, ৩০ হাজার রিয়াল জরিমানা

দর্শকদের প্রতি অশ্লীল অঙ্গভঙ্গীর জন্য প্রত্যাশামতোই শাস্তির কবলে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি প্রো লিগে তাঁকে এক ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে। পাশাপাশি ৩০ হাজার সৌদি রিয়াল জরিমানাও দিতে হবে এই পর্তুগিজ তারকাকে। সৌদি ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা ও নীতিনির্ধারক কমিটি এই শাস্তির কথা ঘোষণা করেছে। এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন না রোনাল্ডো।
সৌদি প্রো লিগে আল শাবাবের বিরুদ্ধে ম্যাচ শেষে বিতর্কে জড়িয়ে পড়েন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল শাবাবের সমর্থকরা রোনাল্ডোকে উদ্দেশ্য করে ‘মেসি, মেসি’ ধ্বনি দিলে মেজাজ হারিয়ে ফেলেন পর্তুগিজ তারকা। শাবাবের সমর্থকদের উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়তে হয় রোনাল্ডোকে।
ওই দিনের ঘটনা নিয়ে রোনাল্ডোকে শোকজ করে ব্যাখ্যা চায় সৌদি ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা ও নীতি বিষয়ক কমিটি। রোনাল্ডো কমিটিকে জানান, তিনি কোনও অশ্লীল আচরণ করেননি। সমস্ত ক্লাব ও সমর্থকদের প্রতিই তাঁর শ্রদ্ধা রয়েছে। রোনাল্ডোর যুক্তিতে তেমন সন্তুষ্ট হতে পারেনি কমিটি। তাই এক ম্যাচ নির্বাসিত করা হয়েছে ও ৩০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে।
আজ সৌদি প্রো লিগে আল হাজমের বিরুদ্ধে খেলা আছে আল নাসেরের। নির্বাসিত হওয়ায় এই ম্যাচে রোনাল্ডো খেলতে পারবেন না। জরিমানার মধ্যে ১০ হাজার রিয়াল দিতে হবে সৌদি ফুটবল ফেডারেশনকে। আর অভিযোগ করার খরচ বাবদ আল শাবাবকে ২০ হাজার রিয়াল দিতে হবে রোনাল্ডোকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!