Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২৮, ২০২৩

‌মহানুভব রোনাল্ডো, পেনাল্টি পেয়েও রেফারিকে সিদ্ধান্ত প্রত্যাহার করার অনুরোধ

আরম্ভ ওয়েব ডেস্ক
‌মহানুভব রোনাল্ডো, পেনাল্টি পেয়েও রেফারিকে সিদ্ধান্ত প্রত্যাহার করার অনুরোধ

পেনাল্টি বক্সে ফাউল আদায় করার ব্যাপারে তিনি দারুণ সিদ্ধহস্ত। পেনাল্টি পেলেই তিনি মারার জন্য ছুটে যান। বিশ্ব ফুটবলে সবথেকে পেনাল্টি থেকে গোল করার নজির রয়েছে তাঁরই। আর সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই কিনা পেনাল্টি পেয়েও ফিরিয়ি দিলেন!‌ হ্যাঁ, এমনই অভাবনীয় কাজটা করেছেন এই পর্তুগিজ স্ট্রাইকার। রোনাল্ডো পেনাল্টি ফিরিয়ে না দিলে হয়তো জয় পেত আল নাসের।
সোমবার রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয়েছিল আল নাসের ও ইরানের পার্সেপোলিস। ম্যাচের শুরুতেই বল নিয়ে পার্সেপোলিসের পেনাল্টি বক্সে ঢুকে পড়েছিলেন রোনাল্ডো। বিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে মাটিতে পড়ে যান আল নাসেরের এই তারকা স্ট্রাইকার। চীনের রেফারি মা নিং সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন। রোনাল্ডো সঙ্গে সঙ্গে রেফারির কাছে ছুটে যান এবং তাঁকে সিদ্ধান্ত প্রত্যাহার করতে বলেন। কারণ, তাঁকে ট্রিপ করা হয়নি। রেফারি ‘‌ভার’‌–এর সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করে দেন। রোনাল্ডোর এই উদারতা ফুটবলপ্রেমীদের বেশ মনে ধরেছে। সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর পেনাল্টির সিদ্ধান্ত প্রত্যাহারের ভিডিও দারুণ ভাইরাল হয়েছে।
পার্সেপোলিসের বিরুদ্ধে এই ম্যাচে রোনাল্ডো নিজের সেরা ছন্দে ছিলেন না। আল নাসেরও পার্সেপোলিসের ওপর চাপ তৈরি করতে পারেনি। সারা ম্যাচে রক্ষণাত্মক ফুটবলের দিকে নজর দেয়। যদিও ম্যাচের শুরুতেই ব্যাকফুটে চলে গিয়েছিল আল নাসের। ম্যাচের ১৭ মিনিটে লাল কার্ড দেখে বেরিয়ে যান ডিফেন্ডার আলি লাজিমি। বাকি সময় ১০ জনে খেলতে হয়। ফলে আক্রমণে ঝাঁপাতে পারেনি আল নাসের। রক্ষণ সামলানোর দিকেই বেশি নজর দেয়। ম্যাচের ৭৭ মিনিটে রোনাল্ডোকে তুলে নেন আল নাসের কোচ। এতে রোনাল্ডো কিছুটা বিরক্ত হন। শেষ পর্যন্ত ম্যাচ গোলশূন্য ড্র হয়।
ইরানের ক্লাবের বিরুদ্ধে ম্যাচ গোলশূন্য ড্র হওয়া সত্ত্বেও আল নাসরে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে পৌঁছে গেছে। ‘‌ই’‌ গ্রুপে শীর্ষে থেকেই নক আউটে রোনাল্ডোরা। শেষ ষোলোয় যাওয়ার জন্য পার্সেপোলিসের বিরুদ্ধে ১ পয়েন্ট দরকার ছিল আল নাসেরের। ম্যাচের পর ইনস্টাগ্রাম পোস্টে রোনাল্ডো লিখেছেন, ‘‌গ্রুপের শীর্ষ দল হিসেবে কোয়ালিফাই করতে পেরে ও টানা ২০ ম্যাচে অপরাজিত থাকতে পেরে খুশি। দারুণ টিমওয়ার্ক।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!