Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ২, ২০২৩

বিদ্রুপ শুনেও উড়ন্ত চুম্বন, রোনাল্ডোর ব্যর্থতায় হার আল নাসেরের

আরম্ভ ওয়েব ডেস্ক
বিদ্রুপ শুনেও উড়ন্ত চুম্বন, রোনাল্ডোর ব্যর্থতায় হার আল নাসেরের

চলতি বছরের এপ্রিলে সৌদি প্রো লিগে আল হিলালের বিরুদ্ধে মাঠে নামার আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে উদ্দেশ্য করে মেসির নামে স্লোগান দিয়েছিলেন আল ইত্তিহাদের সমর্থকরা। মাথা গরম করে আল ইত্তিহাদের সমর্থকদের দিকে খারাপ অঙ্গভঙ্গী করেছিলেন রোনাল্ডো। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।
শুক্রবার রাতে সৌদি সুপার কাপে সম্পূর্ণ অন্য ছবি। তাঁকে উদ্দেশ্য করে ‘‌মেসি, মেসি’‌ স্লোগান দিয়েছিলেন আল হিলালের সমর্থকেরা। ব্যাপারটা রোনাল্ডোর খুব ভাল লাগেনি। তাঁর মুখভঙ্গিতেই তা পরিষ্কার বোঝা গিয়েছে। তবে এদিন আর খারাপ অঙ্গভঙ্গী করেননি। আল হিলালের সমর্থকদের উদ্দেশ্যে চুম্বন ছুঁড়ে দেন এই পর্তুগিজ তারকা।
এদিন সৌদি প্রো লিগে ‘রিয়াদ ডার্বি’–তে মুখোমুখি হয়েছিল আল হিলাল ও আল নাসের। ম্যাচের বিরতিতে মাঠ ছাড়ার সময় রোনাল্ডোকে উদ্দেশ্য করে গ্যালারি থেকে ‘মেসি, মেসি’স্লোগান দেন আল হিলাল সমর্থকরা। কিন্তু এবার আর রোনাল্ডো আর মেজাজ হারাননি। মুচকি হেসে উড়ন্ত চুম্বন ছুঁড়ে দেন আল হিলাল সমর্থদকের উদ্দেশ্য করে।
চোটের জন্য নেইমার মাঠের বাইরে থাকায় এদিন নেইমার ও রোনাল্ডো দ্বৈরথ দেখা যায়নি। নেইমার না থাকলেও রিয়াদ ডার্বিতে অবশ্য জিততে অসুবিধা হয়নি আল হিলালের। ৩–০ ব্যবধানে হারিয়েছে রোনাল্ডোর আল নাসেরকে। আল হিলালের হয়ে জোড়া গোল করেন সার্বিয়ান তারকা আলেকজান্ডার মিত্রভিচ। বাকি গোলটি করেন তাঁরি দেশের মিলিনকোভিচ সাভিচের। এদিন নিজেকে একেবারেই মেলে ধরতে পারেননি রোনাল্ডো। মাথা গরম করে বেশ কয়েকবার রেফারি ও বিপক্ষের ফুটবলারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। ম্যাচে একবার আল হিলালের জালে বল পাঠিয়েছিলেন রোনাল্ডো। কিন্তু অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়ে যায়।
জিতলে আল হিলালের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে ফেলতে পারত আল নাসের। কিন্তু হেরে আরও পিছিয়ে পড়ল। ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল হিলাল। ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল নাসের। তবে ১৪ ম্যাচে ১৫ গোল করে গোলদাতাদের তালিকায় শীর্ষে রোনাল্ডো।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!