Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জানুয়ারি ১৬, ২০২৩

ফিল্ম সমালোচকদের বিচারেও সেরা বিদেশি ছবি আরআরআর। উচ্ছ্বসিত ছবির কলাকুশলীরা

আরম্ভ ওয়েব ডেস্ক
ফিল্ম সমালোচকদের বিচারেও সেরা বিদেশি ছবি আরআরআর। উচ্ছ্বসিত ছবির কলাকুশলীরা

বিশ্বমঞ্চে আরআরআর ছবির বিজয়রথ যেন থামছেই না। এবার সমালোচকদের বিচারে সেরা বিদেশি ছবির ও সেরা মৌলিক গানের পুরস্কার পেল এম রাজামৌলির আরআরআর। সোমবার আর আরআর টিম তাঁদের অফিসিয়াল টুইটার আকাউণ্ট থেকে এই সংবাদটি দর্শক ও অনুগামীদের সঙ্গে শেয়ার করেন।

ছবির পরিচালক রাজামৌলি সমালোচকদের অভিনন্দন জানিয়েছেন তাঁদের তৈরি ছবিকে পুরস্কৃত করবার জন্য। ৮০তম গোল্ডেন গ্লোব পুরস্কারে সেরা বিদেশি ছবি ও সেরা মৌলিক গান বিভাগে মনোনীত হয়েছিল আরআরআর। কিন্তু কেবলমাত্র নাটু নাটু বলে গানটির জন্য সেরা মৌলিক গানের শিরোপা পেয়েছিল ছবিটি। যেটির রচয়িতা এম এম কিরাভানি। শনিবার তিনি লস অ্যাঞ্জেলসে ফিল্ম ক্রিটিক আসোসিয়েশনের থেকে পুরস্কারটি গ্রহণ করেন।

আরআরআর মূলত দুজন স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজু এবং কোমারাম ভীমের জীবনকে ভিত্তি করে গড়ে ওঠা একটি ইতিহাসাশ্রিত ছায়াছবি। ২০২২ এর ২৪ মার্চ মাসে মুক্তি পেয়েছিল ছবিটি। মুক্তি পাওয়ার পরই দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল ছবিটি। এখন আন্তর্জাতিক মঞ্চে সমালোচকদের দ্বারাও সমাদৃত হল ছবিটি। 


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!