Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২৯, ২০২৩

২১ জুলাইয়ের সভার সকালের ভিড় নেই ২৯ নভেম্বরের প্রতিবাদ সভায়

আরম্ভ ওয়েব ডেস্ক
২১ জুলাইয়ের সভার সকালের ভিড় নেই ২৯ নভেম্বরের প্রতিবাদ সভায়

মঞ্চ প্রস্তুত। তবে ২৯ নভেম্বর বিজেপির ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলকে টক্কর দিয়ে আদালতের অনুমতিতে সভায় কিন্তু ২১ জুলাইয়ের সভার সকাল ৯টার চমকে দেওয়া সেই ভিড় নেই। মঞ্চে সকাল নটায় বিজেপি নেতা অমিতাভ চক্রবর্তী ও কয়েকজন নেতা ছাড়া পুরোটাই ফাঁকা।

তবে কালো, ক্রিম ও সাদা কভার দিয়ে ঢাকা এই তিন ধরনের চেয়ার রাখা হয়েছে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনের বিজেপির প্রতিবাদ সভায়। নেতাদের পদমর্যাদা অনুসারে এই তিন রঙের চেয়ারপে বসানো হবে। পুলিশ কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে,কারণ এই সভায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভামঞ্চ সংলগ্ন সমস্ত বহুতলে তালা লাগিয়ে দিয়েছে পুলিশ। কাউকে এই বহুতলের ছাতে উঠতে দেওয়া হবে না, ছাতের দখল নিয়ে নিয়েছে পুলিশ। সভা শুরু হবে সকাল ১০ টায়। প্রথম ১ ঘণ্টা সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে সভামঞ্চে। সভামঞ্চ সংলগ্গ রাস্তার দুপাশে চেয়ার পাতা হয়েছে।

এদিকে অমিত শাহকে কটাক্ষ করে কললাতায় তৃণমূলের আইটি সেল হোর্ডিং দিয়েছে। শ্যামবাজার, ডোরিনা ক্রসিং, সল্টলেক সহ সারা কলকাতায় এই হোর্ডিং দেওয়া হয়েছে তাতে লেখা #মোটা ভাই ভোট নেই। উত্তরপ্রদেশে বড় ভাইকে মোটা ভাই বলে ডাকা হয়। সোশ্যাল মিডিয়াতেও একইভাবে #মোটা ভাই ভোট নেই লিখে বিজেপি বিরোধী প্রচার চলছে।

এদিকে কুণাল ঘোষ বলেছেন, “অমিত শাহরা কলকাতায় যতবার আসবেন তত বেশি ভোটে হারবেন।”

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, “বিজেপি কর্মীদের বাধা দিলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।”

যে তৃণমূলের ২১ জুলাইয়ের সভার পাল্টা বিজেপি ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করছে সেই সভায় কিন্তু সকাল থেকে তেমন ভিড় নেই। অথচ তৃণমূলের ২১ জুলাই সভায় সকাল থেকে ধর্মতলার সভাস্থল ভিড়ে উপছে পড়ে। তবে হাওড়া ও শিয়ালদা থেকে ১৩টি ট্রেনে করে বিজেপি কর্মীরা আসবেন। তাই এখন দেখার শেষ পর্যন্ত সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা কত মানুষ নিয়ে এই প্রতিবাদ সভা করতে পারেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!