Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ৪, ২০২৩

রিষড়া সফরে রাজ্যপাল! দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে, কড়া বার্তা আনন্দর

হাওড়ার উত্তাপ ছড়াচ্ছে হুগলিতে । গভীর রাত পর্যন্ত ব্যহত রেল যোগাযোগ

আরম্ভ ওয়েব ডেস্ক
রিষড়া সফরে রাজ্যপাল! দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে, কড়া বার্তা আনন্দর

রিষড়ার  ঘটনায় রাজ্যপাল গভীরভাবে উদ্বিগ্ন।  নিজে  রিষড়া স্টেশন পরিদর্শনে এসে পৌছেছেন।, কথা বলেছেন রেল আধিকারিকদের সঙ্গে।  চন্দননগরের পুলিশ কমিশনার  অমিত পি জাভালগির সঙ্গে বৈঠকে মিলিত হয়েছিলেন। তাঁর নিরাপত্তাকে কেন্দ্র করে  এলাকায় কঠোর পুলিশি প্রহরার বন্দোবস্ত করা হয়েছে।

স্থানীয় মানুষদের সঙ্গে  আনন্দ কথা বলেছেন।  সাংবাদিকদের দেওয়া প্রশ্নের জবাব দিতে গিয়ে  তিনি জানিয়েছেন, গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে  এসেছি। কঠোর পদক্ষেপ করা হবে। দুর্বৃত্তদের হাতে আইন তুলে নিতে দেব না। বাংলার মানুষের অধিকার রয়েছে শান্তিতে থাকার। শান্তি ফেরানো হবে। অপরাধীদের কঠোর হাতে দমন করা হবে।

রিষড়ায় সোমবার  স্টেশনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটায় সাধারণ যাত্রী নিরাপত্তার স্বার্থে সোমবার রাত দশটা থেকে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত হাওড়া-বর্ধমান লাইনের সমস্ত লোকাল ও এক্সপ্রেস ট্রেনের চলাচল বন্ধ ছিল। এ ঘটনায় গভীর রাত পর্যন্ত বিপাকে পড়েন বহু যাত্রীই। রাত একটার পরে ফের ওই লাইনে ট্রেন চলাচল শুরু হয়। যাত্রীদের একাংশের ভিতর ছড়িয়ে পড়েছিল আতঙ্ক।

রামনবমীর পর থেকেই বাংলায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির একাধিক ঘটনা ঘটছে। এনিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুষেছেন বিজেপিকে। বাংলায় সাম্প্রদায়িক বাতাবরণ বিজেপি সৃষ্ট বলে মমতা লাগাতার অভিযোগ করছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার রিষড়াতে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর সংঘর্ষও হয়। রামনবমীর শোভাযাত্রীকে ঘিরে রিষড়াতে ওই গোলমালের পরে পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি প্রশাসনের। প্রশাসন জানিয়েছে, গত দু’দিন ইন্টারনেট পরিষেবা গোটা হুগলি জেলাতেই বন্ধ রাখা হয়েছিল। সংঘর্ষের ঘটনার জেরে শ্রীরামপুরে এদিন সকালে ১৪৪ ধারা জারি হয়েছে।

হুগলিতে রামনবমীর যে শোভাযাত্রাকে ঘিরে অশান্তি হয়েছে, বিজেপি বিধায়ক বিমান ঘোষ ওই শোভাযাত্রায় যোগ দিয়েছিলেন জানা গিয়েছে। এরপর অশান্তির জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যানবাহনে নির্বিচারে আগুন লাগানো হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে ১২জনকে গ্রেফতার করেছে পুলিশ।

হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী জানিয়েছেন, শিবপুরে রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে যে অশান্তির ঘটনা ঘটেছিল তাতে অভিযুক্ত এক তরুণকে গ্রেফতার করা হয়েছে মুঙ্গের থেকে। ধৃত সুমিত সাউ হাওড়ার সালকিয়ার বাসিন্দা, বয়স ১৯ বছর। ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল সে।

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, তিনি রিষড়ায় ঘটনাস্থলে যাবেন। যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা পূর্ব পরিকল্পিত বলে তাঁর দাবি। তিনি বলেছেন, তৃণমূল দুষ্কৃতীদের আশ্রয়দাতা। সুকান্ত মজুমদার জানিয়েছেন, বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা তাঁকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছেন। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতিও খতিয়ে দেখতে বলেছেন রিষড়া ও হাওড়ায় অশান্তির ঘটনা ঘটায়।

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, তৃণমূল সরকার আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ। শুভেন্দু কেন্দ্রীয় বাহিনী পাঠানোর দাবি জানিয়েছেন কেন্দ্রের কাছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে পাঁচতারা হোটেলে উঠছে। কেন্দ্রীয় বাহিনী বাংলায় এসে দাঙ্গার উসকানি দিচ্ছে, বিজেপি নেতাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী বৈঠক করছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।


  • Tags:
❤ Support Us
আশ্রয় গ | ল্প রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি। পর্ব ১২ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
হিরণবালা । পর্ব ১২ ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!