Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মে ১০, ২০২২

অন্ধ্রপ্রদেশ উপকূলের আরও কাছে ‘অশনি’। বৃষ্টিতে ভাসছে শহর । কোথায় অবস্থান করছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ?

আরম্ভ ওয়েব ডেস্ক
অন্ধ্রপ্রদেশ উপকূলের আরও কাছে ‘অশনি’। বৃষ্টিতে ভাসছে শহর । কোথায় অবস্থান করছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ?

অন্ধ্রপ্রদেশ উপকূলের আরও কাছে অশনি । তার প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যে । কলকাতা ও হাওড়ায় চলছে মুষলধারে বৃষ্টি । আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে অন্ধ্রের কাঁকিনাড়া থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় । আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে অন্ধ্রের কাঁকিনাড়া থেকে ২৬০ কিলোমিটার, বিশাখাপত্তনম থেকে ৩০০ কিলোমিটার, গোপালপুর থেকে ৪৯০ কিলোমিটার ও পুরী থেকে ৫৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় । গঙ্গাসাগরে বাঁধের অবস্থা পরিদর্শনে মন্ত্রী। এদিন জলপথে কচুবেড়িয়া, মুড়িগঙ্গা এলাকায় বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা। ছিলেন সাগরের এসডিপিও, বিডিও ও সেচ দফতরের আধিকারিকরা ।ঝেঁপে বৃষ্টি নামল কলকাতা ও হাওড়ায়, নামছে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ।ঝড়বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা যেন না ঘটে, তাই রাস্তার ত্রিফলা বাতিস্তম্ভে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।

ঝেঁপে বৃষ্টি নামল কলকাতা এবং হাওড়ায় বৃষ্টি নামতে চলেছে । ঝড়বৃষ্টির সময় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা যেন না ঘটে, সে জন্য শহরের রাস্তার ত্রিফলা বাতিস্তম্ভে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা । এ ছাড়া জলের জোগান চালু রাখার জন্য ৮০টি গাড়ি ভর্তি করে রাখা হয়েছে বলে পুরসভার এক আধিকারিক জানিয়েছেন ।

এ ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরেও আগামী ২-৩ ঘণ্টার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহওয়া দফতর। সোমবারও দফায় দফায় বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। সঙ্গে চলেছে ঝোড়ো হাওয়াও।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!