- এই মুহূর্তে
- ডিসেম্বর ৮, ২০২২
মান্ডৌসের প্রভাবে চেন্নাইয়ে বৃষ্টি শুরু, তামিলনাডুর ১৩ জেলায় লাল সতর্কতা

ঘূর্ণিঝড় মান্ডৌসের প্রভাবে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের কিছু অংশে হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে। বর্তমানে এই ঘূর্ণিঝড়টি তামিলনাডুর করাইকালের প্রায় ৪৬০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ–পূর্বে এবং চেন্নাই থেকে ৫৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে। মান্ডৌসের তান্ডবের আশঙ্কায় তামিলনাডু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।
ভারতীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল যে, দক্ষিণ–পশ্চিম এবং তৎসংলগ্ন দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরের ওপর গভীর নিম্মচাপটি পশ্চিম ও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড় দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর, উত্তর তামিলনাডু, পুদুচেরি এবং তৎসংলগ্ন দক্ষিণাঞ্চলে পৌঁছতে পারে। ভারতীয় আবহাওয়া পূর্বাভাষ দপ্তরের সর্বশেষ খবর অনুসারে, ঘূর্ণিঝড় মান্ডৌস বর্তমানে দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে রয়েছে এবং করাইকাল থেকে প্রায় ৪৬০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ–পূর্ব দিকে অবস্থান করছে। এটি পশ্চিম ও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ৯ ডিসেম্বর শুক্রবার মধ্যরাতে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বাতাসের গতিতে পুদুচেরি এবং শ্রীহরিকোটার মধ্যে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং পার্শ্ববর্তী দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
বৃহস্পতিবার ভোররাতে শক্তিশালী হওয়া ঘূর্ণিঝড় মান্ডৌস কারাইকালের দিকে অগ্রসর হচ্ছে এবং গত ৬ ঘন্টায়, ঘন্টায় ৬ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে। এটি বর্তমানে করাইকালের প্রায় ৪৬০ কিমি পূর্ব ও দক্ষিণ–পূর্বে এবং চেন্নাই থেকে ৫৪০ কিমি দক্ষিণ–পূর্বে অবস্থিত।
মান্ডৌসের আতঙ্কে ভেলোরের জেলা কালেক্টর কুমারভেল পান্ডিয়ান স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করেছেন। আজ দুপুর থেকে এই ছুটি কার্যকর হবে। আগামীকাল শুক্রবারও স্কুল–কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড় মান্ডৌসের কারণে পূর্বাভাস দেওয়া ভারী বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তামিলনাড়ুর ১৩টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে এবং ৬টি জাতীয় দুর্যোগ প্রতিরোধ বাহিনী (এনডিআরএফ) দলও মোতায়েন করা হয়েছে।
❤ Support Us