Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ৩০, ২০২৩

রবিবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে মিগজাউম,সোমবার চলে যাবে উপকূলবর্তী এলাকায়, বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস

আরম্ভ ওয়েব ডেস্ক
রবিবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে মিগজাউম,সোমবার চলে যাবে উপকূলবর্তী এলাকায়, বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার দুপুরে মৌসম ভবন জানিয়েছে, বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে যে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছিল, তা আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টা ৩০ মিনিট পর্যন্ত তা দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে অবস্থান করেছে। এর পর নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যেতে থাকবে। শেষপর্যন্ত রবিবার নাগাদ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

 

ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর ঘূর্ণিঝড় মিগজাউমের অভিমুখ কি হবে সেই বিষয়ে ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার অর্থাৎ ৪ ডিসেম্বর, ভোরের দিকে উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে পৌঁছাবে ঘূর্ণিঝড় মিগজাউম।

 

বৃহস্পতিবার এবং শুক্রবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর বিক্ষিপ্তভাবে এই নিম্নচাপের ফলে ভারী বৃষ্টিপাত হবে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত উত্তর উপকূলীয় তামিলনাড়ু ও পুদুচেরিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আর রবিবার ও সোমবার দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তবে আগামী সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!