- এই মুহূর্তে দে । শ
- মে ১২, ২০২৩
উন্মত্ত ঘূর্ণিঝড়ের শক্তি নিয়ে রবিবার আছড়ে পড়বে মোকা। সম্ভাব্য ল্যাণ্ডফল মায়ানমারের সিতাওয়েতে। ভয়াবহ তাণ্ডবের মুখোমুখি কক্সবাজার
পশ্চিমবঙ্গে প্রস্তুত ২০০ উদ্ধারকারী। মৎস্যজীবীদের গভীর সমুদ্র যাত্রায়, 'না'। উপকূলের রক্ষী বাহিনীকে নির্দেশ, সতর্ক থাকুন।

শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা। এখনও উত্তরমুখী হলেও আবহবিদদের শুক্রবার থেকে পূর্ব দিকে গতিপথ পাল্টাতে পারে। সম্ভবত রবিবার দুপুরে বাংলাদেশ-মায়ানমার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। গতিবেগ থাকতে পারে ঘণটায় ১৭৫ কিমি।
উপগ্রহচিত্রে চেখা গেছে, বর্তমানে দক্ষিণ-পূর্ব, মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অবস্থান করছে। পোর্ট ব্লেয়ার থেকে ৫২০ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে রয়েছে মোকা। আবহবিদদের পূর্বাভাস, অভিমুখ পালটে শুক্রবারই উত্তর-পূর্ব দিকে যাত্রা করতে পারে সে। রবিবার মায়ানমারের সিতাওয়ের কাছে কোনো জায়গায় ল্যাণ্ডফলের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। বাংলাদেশের কক্স বাজার সহ কয়েকটি জায়গা ঘূর্ণিঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। পরিস্থিতি সামলাতে তৈরি ঢাকা। ইতিমধ্যে উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। মৎসজীবীদের মাছ ধরতে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
ঘূর্ণিঝড় মোকার শক্তিবৃদ্ধি ভারতের চিন্তাও বাড়িয়েছে। বিপর্যয় রুখতে আগাম প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র । ইতিমধ্যে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী পশ্চিমবঙ্গে আটটি দল ও ২০০ জন উদ্ধারকারীকে পশ্চিমবঙ্গে পাঠিয়েছে। ভারতীয় উপকূলরক্ষীবাহিনীকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই কলকাতা সহ সমগ্র দক্ষিণ বঙ্গের তাপমাত্রা ক্রমশ বাড়ছে। বৃহস্পতিবার সর্বোচ তাপমাত্রা ছিল ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস। তবে, শুক্রবারের পর থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ঘূর্ণিঝড় মোকার প্রভাবে দুই ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত হতে পারে। শুধু রাঢ়বঙ্গে নয়, উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্য যেমন, ত্রিপুরা, মিজোরামে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে নাগাল্যাণ্ড,মণিপুর ও দক্ষিণ আসামে।
❤ Support Us