- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ৩, ২০২৪
আজ শুরু ক্যান্ডিডেটস দাবা, ভারতের সর্বকনিষ্ঠ হিসেবে নজির গড়তে চলেছেন ডি গুকেশ

আজ থেকে কানাডার টরেন্টোর ‘দ্য গ্রেট হলে’ শুরু হচ্ছে ক্যান্ডিডেটস দাবা। পুরুষদের বিভাগে মোট ৮ জন প্রতিযোগী অংশ নেবেন। এর মধ্যে তিনজনই ভারতীয়। এই তিন ভারতীয় গ্র্যান্ডমাস্টার হলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ, ভিদিত গুজরাটি ও ডি গুকেশ। দেশের সবথেকে কমবয়সী দাবাড়ু হিসেবে ক্যান্ডিডেটস দাবায় খেলার সুযোগ পেয়ে নজির গড়েছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ। আর বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে নামছেন তিনি।
কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হিসেবে ক্যান্ডিডেটস দাবায় অংশগ্রহনের রেকর্ড রয়েছে ববি ফিশারের। ১৯৫৯ সালে তিনি যখন ক্যান্ডিডেটস দাবায় খেলেন, তখন তাঁর বয়স ছিল ১৬। আর ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ ১৭ বছর ক্যান্ডিডেটস দাবায় অংশ নিচ্ছেন। ক্যান্ডিডেটস দাবায় জিতে গুকেশ যদি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠেন, তিনিই হবেন বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার যিনি বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করবেন। যা ভারতীয় দাবায় সেরা বিজ্ঞাপন হবে।
ক্যান্ডিডেটস দাবায় ভারতীয়দের মধ্যে শেষবার অংশ নিয়েছিলেন বিশ্বনাথন আনন্দ। এবার ৩ জন ভারতীয় অংশ নিচ্ছেন। তিন ভারতীয় ছাড়াও বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে গতবারের রানার্স রাশিয়ার ইয়ান নেপমনিয়াচি, আমেরিকার ফ্যাবিয়ানো কারুয়ানা, আজারবাইজানের নিজাত আবাসভ, আমেরিকার হিকারু নাকামুরা, ফ্রান্সের আলিরেজা ফিরৌজা অংশ নিচ্ছেন। ক্যান্ডিডেটস দাবায় চ্যাম্পিয়ন আগামী বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন চীনের ডিং লিরেনের মুখোমুখি হবেন।
পুরুষদের পাশাপাশি মহিলাদেরও ক্যান্ডিডেটস দাবা অনুষ্ঠিত হচ্ছে। মোট ৮ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। এদের মধ্যে রয়েছেন দুই ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর বৈশালী এবং কোনেরু হাম্পি।
❤ Support Us