Advertisement
  • দে । শ
  • মে ৩, ২০২৩

চার্লসের রাজ্যাভিষেকে উপহার পাঠাচ্ছেন মুম্বইয়ের ডাব্বাওয়ালারা

আরম্ভ ওয়েব ডেস্ক
চার্লসের রাজ্যাভিষেকে উপহার পাঠাচ্ছেন মুম্বইয়ের ডাব্বাওয়ালারা

তৃতীয় প্রিন্স চার্লস-এর  রাজ্যাভিষেকের জন্য উপহার হিসাবে মুম্বাইয়ের বিখ্যাত ডাব্বাওয়ালারা পুনেরি পাগড়ি এবং ওয়ারকারি সম্প্রদায়ের শাল কেনার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। মুম্বইয়ের ডাব্বাওয়ালারা পুনেরি পাগড়ি এবং ওয়ারকারি সম্প্রদায়ের একটি শাল উপহার পাঠাচ্ছেন। তৃতীয় প্রিন্স চার্সের রাজ্যাভিষেক-এর জন্য। ব্রিটিশ ডেপুটি কনসুলেটে এই উপহারও দিয়ে আসা হয়েছে তাঁদের তরফে। প্রিন্স চার্লস এবং মুম্বইয়ের ডাব্বাওয়ালাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল বেশ কিছু বছর আগে। প্রিন্স চার্লস যেবার ভারত সফরে আসেন, ডাব্বাওয়ালাদের কাজের তুমুল প্রশংসা করেন। সময় মেনে তারা যেভাবে কাজ করেন, তা তাঁকে মুগ্ধ করেছিল। সে কথা মনে রেখেই উপহার পাঠালেন ডাব্বাওয়ালারা।

মুম্বাই ডাব্বাওয়ালাদের মুখপাত্র বিষ্ণু কালডোকে জানান, ২ মে ব্রিটিশ ডেপুটি কনসুলেট মুম্বাইয়ের তাজমহল প্রাসাদে তৃতীয় প্রিন্স চার্লস-এর রাজ্যাভিষেক উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে তাঁদের আমন্ত্রণ জানায়। সেখানেই তাঁরা প্রিন্স চার্লসের জন্য এই উপহ্হার দিয়ে আসেন।  প্রিন্স চার্লস ভারত সফরে আসার পর থেকেই  মুম্বাই ডাব্বাওয়ালা অ্যাসোসিয়েশন ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। গত বছর, যখন রানী দ্বিতীয় এলিজাবেথ প্রয়াত হন, তখন সমস্ত ডাব্বাওয়ালারা তাঁর আত্মার শান্তি কামনায়  মুম্বাইয়ে একটি প্রার্থনা সভার করেছিলেন।

সংবাদ সংস্থার সাথে কথা বলার সময়, কালডোক বলেছেন, “ব্রিটিশ রাজপরিবারের সাথে মুম্বাই ডাব্বাওয়ালাদের ভালো সম্পর্ক আছে। তার বিয়েতে দুজন ডাব্বাওয়ালাকে আমন্ত্রণ জানান হয়েছিল। এটা আমাদের জন্য সম্মানের বিষয়। তিনি এখন রাজা হতে চলেছেন। তাই, আমরা রাজা চার্লসকে পুনেরি পাগড়ি এবং ওয়ারকারি সম্প্রদায়ের একটি শাল উপহার দিতে চাই।”

২০০৩ সালে, চার্লস তার ভারত সফরের সময় মুম্বাইয়ের চার্চগেট স্টেশনে ডাব্বাওয়ালাদের সাথে দেখা করেছিলেন বলে জানা গেছে। দুই বছর পর দুই ডাব্বাওয়ালা চার্লস এবং ক্যামিলা পার্কার-বোলসের রাজকীয় বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন বলে জানা গেছে।

আগামী ৬ মে রাজ্যাভিষেক অনুষ্ঠানটি লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হবে এবং ক্যান্টারবারির আর্চবিশপ অনুষ্ঠানটি পরিচালনা করবেন। রাজপরিবারের অফিসিয়াল ওয়েবসাইটের মতে, রাজ্যাভিষেকটি  আজকের রাজার ভূমিকাকে প্রতিফলিত করবে এবং ভবিষ্যতের দিকে আলোকপাত করবে। সুদীর্ঘ এক ঐতিহ্য  রয়েছে এই রাজ্যাভিষেক অনুষ্ঠানের মূলে।

প্রিন্স চার্লস, রানী কনসোর্ট ক্যামিলার সাথে সিংহাসনে আরোহণ করার মধ্য দিয়ে ১০৬৬ সাল থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে মুকুট পরা রাজাদের মধ্যে তিনি হবেন ৪০ তম শাসক বা রাজা । এই জাঁকজমপূর্ণ রাজ্যাভিষেক অনুষ্ঠানটি ১০ শতাব্দীরও বেশি পুরানো রীতি ও  বৈশিষ্ট্য মেনেই হবে।

বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবে পর্যন্ত একটি শোভাযাত্রার মাধ্যমে এই রাজ্যাভিষেক অনুষ্ঠানটির আনুষ্ঠানিক  উদযাপন শুরু হবে নির্দিষ্ট পথ ধরে।তবে ঐতিহ্যের বাইরে গিয়ে প্রিন্স চার্লস এবং ক্যামিলা গোল্ড স্টেট কোচের পরিবর্তে ডায়মন্ড জুবিলি স্টেট কোচে থাকবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!