- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- ডিসেম্বর ১৪, ২০২২
রবিবাসরীয় মহারণে, সুরের মূর্ছনায় রেকর্ডের লক্ষ্যে মাতবে দার্জিলিং

বিশ্বকাপ ফাইনালের রবিবাসরীয় সন্ধ্যায় ফুটবল প্রিয় দার্জিলিং যৌথ কনসার্টের আয়োজন করেছে। সঙ্গীত ও ফুটবলের সমন্বয়ে গোটা বিশ্বকে শান্তি, সম্প্রীতি ,আশা ও ভ্রাতৃত্বের বার্তা দেওয়ার ভাবনা আয়োজকদের।
কাতার বিশ্বকাপ ফুটবলের শেষ পর্যায়ে কার হাতে কাপ শেষ পর্যন্ত উঠবে এই নিয়ে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা যখন বিচার বিশ্লেষণে ব্যস্ত, সেই সময় ফুটবলে মাতোয়ার দার্জিলিং, বিশ্বকাপের ফাইনাল উদযাপন করবে ৬৫০০ গিটারের সুরে। যা নিঃসন্দেহে একটা বিরল ঘটনা। কনসার্টের জন্য বাদ্যযন্ত্রীদের নাম নথিভুক্তকরণ প্রক্রিয়াশুরু হয়েছে। যে কোনো ব্যক্তি, এমনকি পর্যটকেরাও চাইলে এই অনুষ্ঠানে অংশ নিয়ে গিটারে সুর তুলতে পারবেন।
শুধুমাত্র দার্জিলিং নয়, অনুষ্ঠানে অংশগ্রহণ করবে কালিম্পঙ, কার্শিয়াং, সিকিমের মানুষ। দার্জিলিং গ্রাসরুট রিভাইভাল প্রজেক্টের পক্ষে পালজোর শেরিং সাংবাদিকদের জানিয়েছেন, ওই দিন বিকেলে দুটি গান পরিবেশিত হতে চলেছে একটি বব মার্লে ও ওয়েলারের ‘ওয়ান লাভ’ এবং অন্যটি নেপালি ভাষার জনপ্রিয় গান নর্দেন তেনজিং ভুটিয়ার ‘মুসু মুসু হাসি দেউ’। পাহাড়ের ভূমিপুত্র ইংল্যান্ডের বাসিন্দা এই গায়ককে শ্রদ্ধা জানাতেই গানটির নির্বাচন বলে জানান শেরিং। ফুটবল বিশ্বকাপের উত্তেজনাকে ঘিরে বিশ্বকে ইতিবাচক বার্তা দেওয়াই অয়োজকদের মূল উদ্দেশ্য।
প্রসঙ্গত ২০০৯ সালের ১ মে পোল্যাণ্ডের রক্লোতে এরকম একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে থ্যাংক্স জিমি ফেস্টিভাল। এই অনুষ্ঠানে ৬৩৪৬ গিটারবাদক অংশ নিয়েছিলেন। যা এখনো পর্যন্ত রেকর্ড। ম্যালের অনুষ্ঠান সেই রেকর্ড ভেঙ্গে নজির গড়বে বলে মনে করেন আয়োজকরা । পুরো অনুষ্ঠানটির সহযোগিতা করবেন এডওয়ার্ডস ফাউণ্ডেশান এবং সিদ্ধান্ত মেমোরিয়াল
❤ Support Us