- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ৩, ২০২৫
৩ হাজার ৩০৯ কিমি রাস্তা পাড়ি দিয়ে একই দিনে দুটি ম্যাচ! দাসুন শনাকার অবিশ্বাস্য কীর্তি

একই দিনে দুটি আলাদা আলাদা প্রতিযোগিতায় অংশগ্রহন। তাও আবার ৩ হাজার ৩০৯ কিমি রাস্তা পাড়ি দিয়ে! হ্যাঁ, অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটিয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শনাকা। রবিবার সকালে কলম্বোয় মেজর লিগ প্রতিযোগিতায় খেলার পর সন্ধেয় দুবাইয়ে মাঠে নেমে পড়েছিলেন আইএলটি২০–র ম্যাচে। শুধু মাঠে নামাই নয়, দুটি ম্যাচেই সফল।
কীভাবে এই অসাধ্য সাধন করেছেন দাসুন শনাকা? শ্রীলঙ্কার প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা মেজর লিগে কলম্বোর পি সারা ওভালে ম্যাচ চলছিল সিংহলিজ স্পোর্টস ক্লাব ও মুরস স্পোর্টস ক্লাবের মধ্যে। তিনদিনের এই ম্যাচ শুক্রবার শুরু হয়েছিল। শনিবার ৯ উইকেটে ৪১২ রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে মুরস স্পোর্টস ক্লাব। দাসুন শনাকা ১টি উইকেট নেন। দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেটে ১৩৬ রান তোলে। দলের অধিনায়ক চরিত আসালাঙ্কা ২৬ ও দাসুন শনাকা ৩৯ রানে অপরাজিত থাকেন।
রবিবার ম্যাচের শেষদিন সকালে ব্যাট করতে নেমেই শুরু থেকে ঝড় তোলেন শনাকা। ১০টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৮৭ বলে ১২৩ রান করে আউট হন। আসালঙ্কা করেন ৬৬ রানে। ষষ্ঠ উইকেটে এই জুটির ১৭৮ রান ফলোঅন বাঁচায় সিংহলিজ স্পোর্টস ক্লাবের। শনাকা যখন আউট হন, তৃতীয় দিনের খেলা ১ ঘন্টা ১৫ মিনিটের মতো হয়েছিল। প্রথম সেশনে খেলা হয়েছিল ১৭.৩ ওভার। এরপর দুই দলই দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছিল। কিন্তু শনাকা আর মাঠে নামেননি।
এরপর মাঠ থেকে সোজা কলম্বো বিমানবন্দরে পৌঁছে যান দাসুন শনাকা। বিমান ধরে সরাসরি দুবাইয়ে। আকাশপথে কলম্বো থেকে দুবাইয়ের দূরত্ব ৩ হাজার ৩০৯ কিলোমিটার। বিমানে সময় লাগে সাড়ে ৪ ঘণ্টা। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পৌঁছাতে আরও ঘন্টাখানেক। এরপরই দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নেমে পড়েন শনাকা।
শুধু মাঠে নামাই নয়, সুনীল নারাইন, গুডাকেশ মোতি, ডেভিড উইলিসমৃদ্ধ আবুধাবি নাইট রাইডার্সের বোলিং আক্রমণের বিরুদ্ধে ১২ বলে ৩৪ রান করেন শনাকা। মারেন ৪টি চার ও ২টি ছক্কা। শনাকার বিধ্বংসী ব্যাটিংয়েই দুবাই ক্যাপিটালস আবুধাবি নাইট রাইডার্সকে ২১৮ রানের লক্ষ্য দেয়। শেষ পর্যন্ত ২৬ রানে জিতে প্লেঅফে জায়গা করে নেয় দুবাই ক্যাপিটালসকে। আর বিদায় শাহরুখ খানের মালিকানাধীন আবুধাবি নাইট রাইডার্স।
❤ Support Us