- এই মুহূর্তে
- জানুয়ারি ১৯, ২০২২
ব্যতিক্রমী ঘটনা, বিজেপিতে মোলায়েমের পুত্রবধূ অপর্ণা ।

সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতেই যোগ দিলেন অখিলেশে যাদবের ভ্রাতৃবধূ অপর্ণা যাদব । তাঁর এই যোগদান পর্বে, দিল্লিতে দলের প্রধান কার্যালয়ে উপস্থিত ছিলেন ইউপির উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং বিজেপির অনান্য কর্মকর্তারা। অপর্ণা মুলায়েম সিং যাদবের ছোটো ছেলের স্ত্রী। সরাসরি রাজনীতিতে ছিলেন না। বিজেপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি বিজেপির বিভিন্ন প্রকল্পে উৎসাহিত বোধ করি ।’
বিজেপিতে অপর্ণার যোগদান উত্তরপ্রদেশের রাজনীতিতে বিশেষ কোনো প্রভাব ফেলবে না। বিজেপিও বিষয়টি নিয়ে উচ্চ-বাচ্য করছে না। সম্প্রতি বিজেপি ছেড়ে অনেকেই সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন কিন্তু বিজেপিতে নতুন করে কারোর যোগ দেওয়ার ঘটনা বিরল।
❤ Support Us