Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ৭, ২০২৪

প্রকাশ্যে এলো ‘সুপারম্যান’-এর ফার্স্ট লুক, মিশ্র প্রতিক্রিয়া অনুরাগীদের

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রকাশ্যে এলো ‘সুপারম্যান’-এর ফার্স্ট লুক, মিশ্র প্রতিক্রিয়া অনুরাগীদের

প্রকাশ্যে এলো জেমস  গুন পরিচালিত ‘সুপারম্যান’র ‘ফার্স্ট লুক।’ এবারে ‘ম্যান অফ ষ্টীল’এর রূপে ধরা দেবেন ডেভিড করেনসোয়েট। গুনের ইন্সটা হ্যাণ্ডেলে দেখা যায় সুপারম্যানের পোশাকে বসে আছেন ডেভিড। নিচে লেখা ‘গেট রেডি! সুপারম্যান, ৭.১১.২৫।’

 

View this post on Instagram

 

A post shared by James Gunn (@jamesgunn)

ছবিটি প্রকাশ্যে আসা মাত্রই সুপারহিরোর ফ্যানেরা  শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন ইন্সটা কমেন্ট বক্স। কেউ প্রশংসা করেছেন, কেউ বা হতাশা জানিয়েছেন। একজন ইউজার লিখেছেন,’ কে কে অ্যাকশনের জন্য তৈরি?’ আবার কেউ লিখেছেন ‘ইনি ক্লার্ক কেন্টের অ্যাপার্টমেন্টে কী করছেন?’  ‘এর চেয়ে একজন কস প্লে অনেক ভালো কাজ করতে পারতেন’, বলেছেন একজন ইউজার।

করেনসোয়েটের জন্য ‘সুপারম্যান’ নিঃসন্দেহে একটি বড় ব্রেক হতে চলেছে। এর আগে তাঁকে দেখা গিয়েছিল নেটফ্লিক্সের বিখ্যাত হলিউডি প্রযোজনা, ‘ হলিউড এন্ড দ্য পলিটিশিয়ান’-এ। এছাড়া টাই -ওয়েস্ট নির্দেশিত ‘পার্ল’-এও তিনি তাঁর অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। সেখানে তিনি স্ক্রিন ভাগ করেছেন মিয়া গোথের সাথে।

করেনসোয়েট ছাড়াও অন্যান্য  গুরুত্বপূর্ণ  চরিত্রে অভিনয় করছেন র‍্যাচেল ব্রসনাহান, নিকোলাস হল্ট, নাথান ফিলিওন প্রমুখ।
আগামী বছর ১১ জুলাই মাসে মুক্তি পেতে চলেছে ছবিটি।

কাকতালীয়ভাবে সুপারম্যান প্রোডাকশন চালু হয় সুপারহিরোর জন্মদিনেই, ২৯ ফেব্রুয়ারি। ক্রিয়েচার কম্যান্ডো অ্যাডাল্ট কমিক্স তাঁদের রিলিজের তালিকায় থাকলেও , গুণ চাইছেন সুপারম্যানকেই তাঁদের ডিসিইউ প্রোডাকশনের প্রথম দিকে রাখতে।

প্রোডাকশন হাউসের তরফে জানানো হয়েছে, এই সিনেমাটি ম্যান অফ স্টিলের জন্মকাহিনী তুলে ধরবে না। তার পরিবর্তে ক্লার্ক কেন্টের ডেলি প্ল্যানেটের চাকরি জীবন থেকেই কাহিনী এগিয়ে চলতে থাকবে। ভিলেন হিসেবে নিকোলাস হল্ট অভিনীত লেক্স লুথর চরিত্র থাকার পাশাপাশি আরও কিছু নেতিবাচক চরিত্র উঠে আসতে চলেছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!