Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ১৯, ২০২৪

মহমেডান থেকে ডেভিডকে ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল, চুক্তি ৩ বছরের

আরম্ভ ওয়েব ডেস্ক
মহমেডান থেকে ডেভিডকে ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল, চুক্তি ৩ বছরের

এখনও আইএসএল খেলার সুযোগ হয়নি। অথচ ইতিমধ্যেই জাতীয় শিবিরে ডাক পেয়েছেন। গত মরশুমে মহমেডানের জার্সি গায়ে দুরন্ত ফুটবল উপহার দিয়েছিলেন। বেশ কয়েকটা দলের নজরে ছিলেন। অবশেষে সেই ডেভিড লালহানসাঙ্গাকে তুলে নিল ইস্টবেঙ্গল। সামনের মরশুমে লাল–হলুদ জার্সি গায়ে খেলতে দেখা যাবে দেশের এই প্রতিশ্রুতিবান স্ট্রাইকারকে। তাঁর সঙ্গে সরকারিভাবে চুক্তির কথা ঘোষণা করেছে ইস্টবেঙ্গল।
গত মরশুমে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে দুরন্ত ফুটবল উপহার দিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। ডুরান্ড কাপেও ধারাবাহিকতা ধরে রেখেছিলেন। তখন থেকেই লাল–হলুদ কর্তাদের নজরে ছিলেন এই মিজো স্ট্রাইকার। আই লিগেও দারুণ ছন্দে ছিলেন। মরশুম শেষ হওয়ার আগেই তাঁর সঙ্গে কথা বলেছিলেন লাল–হলুদ কর্তারা। চূড়ান্ত কথাবার্তাও হয়ে গিয়েছিল। কিন্তু মরশুম শেষ না হওয়ায় ঘোষণা করতে পারছিল না ইস্টবেঙ্গল।
ডেভিডের সঙ্গে ৩ বছরের চুক্তি করেছে ইস্টবেঙ্গল। লাল–হলুদে যোগ দিয়ে খুশি মিজোরামের এই স্ট্রাইকার। লাল–হলুদের চুক্তিপত্রে সই করার পর ডেভিড বলেন, ‘‌ইস্টবেঙ্গলের প্রচুর সমর্থক। ছোট বেলায় স্বপ্ন দেখতাম এই ক্লাবে খেলার। সেই স্বপ্ন পূরণ হল। চেষ্টা করব নিজের সেরাটা দিয়ে দলকে সাফল্য এনে দেওয়ার।’‌
ডেভিডকে পেয়ে খুশি ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতও। তিনি বলেন, ‘‌দলে একজন ভালমানের ভারতীয় স্ট্রাইকার দরকার ছিল। দীর্ঘদিন ধরে ডেভিডকে পাওয়ার চেষ্টা করছিলাম। গত মরশুমে কলকাতা লিগ ও ডুরান্ড কাপে ওর খেলা ভাল লেগেছিল। ওর মতো স্ট্রাইকারকে পেয়ে খুশি। এতে আক্রমণভাগ আরও শক্তিশালী হল।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!