Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ৯, ২০২৪

অনন্য নজির ওয়ার্নারের, শততম টেস্ট ও একদিনের ম্যাচের পর টি২০–তেও সেরার পুরস্কার, জয়ী অস্ট্রেলিয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
অনন্য নজির ওয়ার্নারের, শততম টেস্ট ও একদিনের ম্যাচের পর টি২০–তেও সেরার পুরস্কার, জয়ী অস্ট্রেলিয়া

আলাদা আলাদাভাবে শততম টেস্ট কিংবা শততম একদিনের ম্যাচ ও টি২০ ম্যাচ খেলার ক্রিকেটারের সংখ্যা কম নেই। কিন্তু তিন ফরম্যাটেই শততম ম্যাচ খেলার ক্রিকেটারের সংখ্য খুবই কম। আগে এই কৃতিত্ব অর্জন করেছেন রস টেলর ও বিরাট কোহলি। এবার সেই তালিকায় ঢুকে গেলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।
আগেই ১০০টি করে টেস্ট ও একদিনের ম্যাচ খেলার নজির গড়েছিলেন। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে সঙ্গে টি২০ ক্রিকেটে ১০০ ম্যাচের মাইলস্টোনে পৌঁছে গেলেন এই অসি ওপেনার। শুধু তাই নয়, দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও নিলেন। ৩৬ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেন। শততম টি২০ ম্যাচে সেরার পুরস্কারও ছিনিয়ে নেন। মাইলস্টোনের ম্যাচে জ্বলে ওঠা ওয়ার্নারের কাছে নতুন নয়। ২০১৭ সালে শততম একদিনের ম্যাচে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ২০২২ সালে শততম টেস্টে দ্বিশতরান করেছিলেন। দুটি ম্যাচেই সেরার পুরস্কার পেয়েছিলেন। এবার শততম টি২০ ম্যাচেও সেরার পুরস্কার পেলেন। এই কৃতিত্ব বিশ্বের আর কোনও ক্রিকেটারের নেই।
ওয়ার্নারের ঝোড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ২১৩ রান তোলে অস্ট্রেলিয়া। ওয়ার্নার ছাড়াও রান পেয়েছেন জশ ইংলিস ও টিম ডেভিড। ২৫ বলে ৩৯ রান করেন ইংলিস। ১৭ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন টিম ডেভিড। ১৪ বলে ২১ রান করেন ম্যাথু ওয়েড। ভারপ্রাপ্ত অধিনায়ক মিচেল মার্শ (‌১৬)‌, ম্যাক্সওয়েলরা (‌১০)‌ রান পাননি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্দ্রে রাসেল ৪২ রানে ৩ উইকেট পান। ৪৬ রানে ২ উইকেট নেন আলজারি জোসেফ।
ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিং জুটিতে ৮.‌২ ওভারে ওঠে ৮৯। এরপর জাম্পার বলে আউট হন জনসন চার্লস (‌২৫ বলে ৪২)‌। অপর ওপেনার ব্রেন্ডন কিংকে (‌৩৭ বলে ৫৩)‌ ফেরান মার্কাস স্টয়নিস। নিকোলাস পুরান (‌১৮)‌, রভম্যান পাওয়েল (‌১৪)‌, সাই হোপ (‌১৬)‌, আন্দ্রে রাসেলরা (‌১)‌ রান না পাওয়ায় চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে লড়াই করেও দলকে জয় এনে দিকে পারেননি জেসন হোল্ডার। ২০ ওভারে ৮ উইকেটে ২০২ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ১৫ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন হোল্ডার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!