- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ২৭, ২০২২
শততম ম্যাচে ডাবল সেঞ্চুরি ওয়ার্নারের, স্পর্শ করলেন শচীনের কৃতিত্বও

দীর্ঘদিন টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি আসেনি। ৩ বছর পর লাল বলের ক্রিকেটে সেঞ্চুরির খরা মেটালেন অস্ট্রেলিয়ার ওপেনার। তাও আবার জীবনের শততম ম্যাচে। থামলেন একেবারে ডাবল সেঞ্চুরিতে। চোট পেয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে না যেতে হলে কোথায় যে গিয়ে থামতেন! জীবনের শততম ম্যাচে সেঞ্চুরি করে স্পর্শ করলেন শচীন তেন্ডুলকারের রেকর্ড।
সব ধরণের ক্রিকেট মিলিয়ে এতদিন ওপেনার হিসেবে সর্বোচ্চ ৪৫টি সেঞ্চুরির রেকর্ডের মালিক ছিলেন শচীন। শচীনের সেই কৃতিত্ব স্পর্শ করলেন ওয়ার্নার। ওপেনার হিসেবে ওয়ার্নারের এই ৪৫টি সেঞ্চুরির মধ্যে ২০টি সেঞ্চুরি রয়েছে একদিনের ক্রিকেটে এবং টেস্টে ওপেনার হিসেবে সেঞ্চুরি সংখ্যা ২৫। শচীন এবং ডেভিড ওয়ার্নারের পরে ওপেনার হিসেবে সবথেকে বেশি সেঞ্চুরি রয়েছে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ক্রিস গেইলের। ওপেনার হিসেবে তিনি ৪২টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন।
ওয়ার্নার টেস্ট ক্রিকেটে শেষ সেঞ্চুরি করেছিলেন ২০২০ সালের ৩ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেই টেস্টে তিনি ১১১ রানে অপরাজিত ছিলেন। তারপর দীর্ঘদিন টেস্টে সেঞ্চুরির মুখ দেখতে পাননি ওয়ার্নার। দু’বছর ধরে ধারাবাহিকতার জন্য লড়াই করে গেছেন। ২০২১ সালে তিনি ৫টি টেস্ট খেলেছিলেন। রান করেছিলেন ৩০৭। এর মধ্যে ছিল দুটি হাফ সেঞ্চুরির ইনিংস। সর্বোচ্চ রান ৯৫। ২০২২ সালটা আরও খারাপ কেটেছে ওয়ার্নারের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নেওয়ার আগে ১০টি টেস্টে তাঁর রান ৩৭১। এর মধ্যে রয়েছে দুটি হাফ সেঞ্চুরি।
এদিন ৪৫তম ওভারে কাগিসো রাবাদার প্রথম বল ফাইন লেগ বাউন্ডারিতে পাঠিয়ে সেঞ্চুরিতে পৌঁছন ওয়ার্নার । আর এই সেঞ্চুরির খরা কাটালেন জীবনের শততম মাইলস্টোনের ম্যাচে। একইসঙ্গে তিনি হলেন বিশ্বের দশম ক্রিকেটার যিনি শততম টেস্টে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন। তাঁর আগে শততম টেস্টে সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে কলিন কাউড্রে, জাভেদ মিয়াঁদাদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক্স স্টুয়ার্ট, ইনজামাম উল হক, রিকি পন্টিং, গ্রেম স্মিথ, হাসিন আমলা, জো রুট। ওয়ার্নারের আগে রিকি পন্টিং হলেন অস্ট্রেলিয়ার একমাত্র ক্রিকেটার যিনি শততম টেস্টে সেঞ্চুরি করেছিলেন।
দক্ষিণ আফ্রিকার ১৮৯ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে ৩৮৬ রান তুলেছে। ওয়ার্নার ২০০ রান করে অবসৃত হন।
❤ Support Us