- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ৫, ২০২৪
অবশেষে হারানো ব্যাগি গ্রিন ফেরত পেলেন ডেভিড ওয়ার্নার
স্বস্তি নিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারবেন ডেভিড ওয়ার্নার। অবশেষে হারানো ব্যাগি গ্রিন টুপি ফেরত পেলেন অস্ট্রেলিয়ার এই বর্ষীয়ান ওপেনার। হারিয়ে যাওয়ার ৪ দিন পর সিডিনির হোটেলে তিনি টেস্ট ক্যাপগুলি ফেরত পেলেন। নিজের ইনস্টাগ্রামে টুপিগুলি ফেরত পাওয়ার খবর জানিয়েছেন ডেভিড ওয়ার্নার।
মেলবোর্ন থেকে সিডনিতে আসার পথে বিমানে ল্যাগেজ থেকে ব্যাকপ্যাক চুরি যায় ডেভিড ওয়ার্নারের। সেই ব্যাকপ্যাকে দুটি ব্যাগি গ্রিন টেস্ট ক্যাপ ছিল। যার মধ্যে একটা অভিষেক টেস্টে পেয়েছিলেন ওয়ার্নার। সব ক্রিকেটারের কাছেই অভিষেক টেস্টে পাওয়া টুপি জীবনের অমূল্য সম্পদ। টুপি হারিয়ে ভেঙে পড়েছিলেন ওয়ার্নার। তিনি ইনস্টাগ্রামে কাতর আবেদন জানান টুপি ফেরত দেওয়ার জন্য।
এক ভিডিও বার্তায় ওয়ার্নার অন্য একটা ব্যাকপ্যাক দেখিয়ে বলেছিলেন, ‘ ‘আপনি যদি এই ব্যাকপ্যাক চেয়ে থাকেন, আমার কাছে আরও একটা আছে। সেটা দিয়ে দেব। আপনি কোনও সমস্যায় পড়বেন না। শুধু আমার কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করুন। আপনি যদি ব্যাগি গ্রিন ফেরত দেন, আমি আপনাকে আমার এই ব্যাকপ্যাক খুশিমনে দিয়ে দেব।’ যদিও সিডনিতে জীবনের শেষ টেস্ট খেলতে নামার আগে পুরনো টুপিগুলি ফেরত পাননি ওয়ার্নার। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কাছ থেকে পাওয়া নতুন টুপি পরে মাঠে নামেন।
শেষ পর্যন্ত সিডনিতে টেস্ট শুরু হওয়ার পর ব্যাকপ্যাকটি ফিরে পেয়েছেন ওয়ার্নার। টিম হোটেলেই সেটা পাওয়া গেছে। তবে ওই ব্যাকপ্যাক কীভাবে সিডনির টিম হোটেলে এসেছে, তা অবশ্য জানা যায়নি। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, ‘দুটি ব্যাগি গ্রিন টুপি ও অন্যান্য জিনিসসহ ওয়ার্নারের ব্যাকপ্যাক টিম হোটেলে পাওয়া গেছে। তবে চুরি যাওয়া ব্যাকপ্যাক টিম হোটেলে কীভাবে এল, বেশ কয়েকটা জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও জানা যায়নি।’
এদিকে, ব্যাকপ্যাক ফিরে পেয়ে খুশি ডেভিড ওয়ার্নার। তিনি ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে ব্যাগি গ্রিন টুপি ধরে রেখে বলেন, ‘কানটাস এয়ারলাইন্স, পরিবহন কোম্পানি, আমাদের হোটেল ও টিম ম্যানেজমেন্ট। সবাইকে ধন্যবাদ। আমি ব্যাগি গ্রিন টুপি ফেরত পেয়েছি। এই টুপি সব ক্রিকেটারের কাছেই খুব গুরুত্বপূর্ণ। সারা জীবন এটা আমি মনে রাখব।’ ভিডিও বার্তার পাশাপাশি ওয়ার্নার লিখেছেন,‘আমার ব্যাগি গ্রিনগুলো ফিরে পেয়েছি। আমি স্বস্তি বোধ করছি। সবাইকে এই খবর জানাতে পেরে আমি খুশি। আমার কাছে সত্যিই এটা দারুণ সংবাদ।’
❤ Support Us