- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১৪, ২০২৩
সামনের বছর টি–২০ বিশ্বকাপ খেলেই ক্রিকেটকে বিদায় জানাবেন ডেভিড ওয়ার্নার

গত বছর ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ওপর অনেকটাই নির্ভর করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু বিশ্বকাপে নিজেকে সেভাবে মেনে ধরতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিশতরান করলেও তাঁর ক্রিকেট জীবন নিয়ে প্রশ্ন উঠে গেছে। তাই নিজের আন্তর্জাতিক ক্রিকেট জীবন আর বেশি দীর্ঘায়িত করতে চান না ডেভিড ওয়ার্নার। পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই বছরই তাংর আন্তর্জাতিক ক্রিকেট জীবনের শেষ বছর।
স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার এই ওপেনার বলেছেন, ‘এটাই সম্ভবত আমার আন্তর্জাতিক ক্রিকেট জীবনের শেষ বছর। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমার দৃষ্টিভঙ্গি তৈরি করেছি। আমার লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্রতে আমার ক্রিকেট জীবন শেষ করা। দলকে চ্যাম্পিয়ন করে আমি ক্রিকেট থেকে সরে যাব।’
২০০৯ সালে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ডেভিড ওয়ার্নারের। তখন থেকেই অস্ট্রেলিয়ার সব ধরনের ফরম্যাটে তিনি নিয়মিত খেলে এসেছেন। এখনও পর্যন্ত ১০১টি টেস্ট ম্যাচ খেলেছেন। রান করেছেন ৮১৩২। টেস্টে তাঁর সেঞ্চুরি সংখ্যা ২৫। হাফ সেঞ্চুরি ৩৪। তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর অপরাজিত ৩৩৫। টেস্টে গড় ৪৬.২০। এছাড়া দেশের হয়ে ১৪১টি একদিনের ম্যাচে মাঠে নেমেছেন। রান করেছেন ৬০০৭। গড় ৪৫.১৬। একদিনের ক্রিকেটে তাঁর ১৯টি সেঞ্চুরি রয়েছে। হাফ সেঞ্চুরি রয়েছে ২৭টি। সর্বোচ্চ স্কোর ১৮৯। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৯৯টি। রান করেছেন ২৮৯৪। টি–টোয়েন্টি ক্রিকেটে তাঁর সেঞ্চুরি ১টি, হাফ সেঞ্চুরি ২৪টি। সর্বোচ্চ রান ১০০। তিনি ২০১৫ সালে একদিনের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন। এছাড়া ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়তেও মুখ্য ভূমিকা পালন করেছিলেন।
❤ Support Us