- দে । শ
- জুন ৩, ২০২৪
অশান্ত সন্দেশখালি।৪ জুন পর্যন্ত আবার ১৪৪ ধারা জারি

ভোট মিটলেও সন্দেশখালির উত্তেজনা প্রশমিত হয়নি। ভোটের দিনের অশান্তির জের আজও অশান্তি চলল দিনভর। সন্দেশখালিতে আবার ১৪৪ ধারা জারি করল পুলিশ। ৪ জুন পর্যন্ত জমায়েত নিষিদ্ধ সন্দেশখালির ১ ব্লকের ন্যাজাট থানার কয়েকটি গ্রামে। বিজেপির সঙ্গে আইএসএফ সমর্থকরা মিলে পুলিশে গ্রামে ঢুকতে বাধা দেওয়ায় আজ নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৮৪.৩১ শতাংশ। সন্দেশখালি বিধানসভা ভোট পড়েছে ৮২.৬২ শতাংশ। ভোটের দিন সন্দেশখালির বিভিন্ন এলাকায় অশান্তি হয়। আক্রান্ত তৃণমূল কর্মী থেকে শুরু করে পুলিশও। পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। বিজেপি সমর্থকদের হাতে আক্রান্ত হন সাব ইন্সপেক্টর সাগির গাজি। সেই ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে। অন্য একটি ঘটনায় বয়ারমারি ২ পঞ্চায়েতের চুঁচুড়া গ্রামে ভোটের দিন অশান্তি পাকানোর ঘটনায় আরও ৫ জনকে গ্রেপ্তার করে। ধৃতরা সকলেই বিজেপির সমর্থক।
STORY | Violence erupts in Sandeshkhali again, women scuffle with police
READ: https://t.co/fj6KxIXmLb
VIDEO: pic.twitter.com/3Kek80qrrK
— Press Trust of India (@PTI_News) June 2, 2024
এই ঘটনার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে রবিবার সন্দশখালি ১ ব্লকের ন্যাজাট থানার অন্তর্গত বয়ারমারি, রাজবাড়ি, মঠবাড়ি, সরবেড়িয়া এলাকায় নতুন করে ১৪৪ ধারা জারি করে। গণনার দিন পর্যন্ত তা বলবৎ থাকবে। পুলিশের উদ্যোগে মাইকিং করা হয়েছে। ৪ জুন সকাল ৬ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। ৪ জনের বেশি কোন জমায়েত চলবে না। বেড়মজুর কাঠপোলের কাছে পুলিশ মোতায়েন করা হয়েছে। সরবেড়িয়া আকুঞ্জি পাড়া, রাজবাড়ি, এলাকাতেও পুলিশ টহল দিচ্ছে। এদিন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সববেড়িয়ার মন্ডলপাড়ায় ঢুকতে গেলে বিজেপি সমর্থক গ্রামবাসীরা পুলিশকে বাধা দেয়। পুলিশের সঙ্গে গ্রামবাসীদের ধস্তাধস্তি চলে। বিজেপি সমর্থক গ্রামবাসীদের দাবি পুলিশ নিরীহ গ্রামবাসী এমনকী মহিদের ওপরের লাঠি চালিয়েছে। পুলিশ অবশ্য লাঠি চালানোর কথা অস্বীকার করেছ। সন্দেশখালির পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার সবরকম ব্যবস্থা নিচ্ছে । কিন্তু বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র ১৪৪ ধারা জারি প্রসঙ্গে মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। রেখা বলেছেন, ‘এর আগে সন্দশখালিতেও ১৪৪ ধারা জারি করেছিল। কিন্তু তাতেও পার পায়নি। এখানে ১৪৪ ধারা জারি করে কোনদিন পার পাবে না। আমাদের প্রত্যেকটা নেতা যাবে। আমরা এই এলাকার বিজেপি কর্মীদের পাশে আছি।’ রেখা বলেন, ‘রাজ্যের পুলিশকে মানিনা, মানছি না।’ বসিরহাট লোকসভার ৫০০ বুথে পুনর্নির্বাচন দাবি করছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো বলেন, ‘বিজেপি পরিকল্পনা করে অশান্তি চালিয়ে যাচ্ছে। সন্দেশখালিতে তো বটেই বসিরহাট কেন্দ্রে ভোটে বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে। এটা বুঝেই ওরা এলাকায় নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে।’
❤ Support Us